শিরোনাম

প্রচ্ছদ /   এনসিএলে আজকে মাঠে নেমেই ব্যাট হাতে দূর্দান্ত খেললেন আশরাফুল দেখেনিন কত রানে ফিরলেন তিনি

এনসিএলে আজকে মাঠে নেমেই ব্যাট হাতে দূর্দান্ত খেললেন আশরাফুল দেখেনিন কত রানে ফিরলেন তিনি

Avatar

সোমবার, মার্চ ২২, ২০২১

প্রিন্ট করুন

করোনার ধাক্কা কাটিয়ে ১২তম জাতীয় লিগের (এনসিএল) প্রথম রাউন্ডের খেলা শুরু হয়েছে সোমবার (১২ই মার্চ)।শুরুর দিনের খেলায় ব্যাট হাতে নিজেকে আবার প্রমাণ করেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার ইমরুল কায়েস।তবে তিনি তিন অংকের ম্যাজিক ফিগার মিস করেছেন ১০রানের জন্য তাতে করেই শতক বঞ্চিত হয়েছে এই ক্রিকেটার।

ঘরের মাঠে বড় সংগ্রহের পথে এগোচ্ছে খুলনা বিভাগ। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ইমরান উজ জামানকে হারিয়ে ফেলে খুলনা। এরপর দলের হাল ধরেন রবিউল ইসলাম রবি ও ওয়ান ডাউনে নামা ইমরুল কায়েস। রবি ধীরেসুস্থে খেললেও ইমরুল পূর্ণ করেন অর্ধশতক। পৌঁছে গিয়েছিলেন শতকের কাছাকাছিও। তবে ১২৭ বলে ৯০ রান করে আউট হন আবু জায়েদ রাহীর শিকারে পরিণত হয়ে। হাঁকিয়েছেন ১০টি চার ও ২টি ছক্কা।

অর্ধশতকের দেখা পেয়েছেন সাইফ হাসানও। অপরাজিত থেকে হাঁটছেন শতকের পথে। তরুণ এই ব্যাটসম্যানের দল অবশ্য স্বস্তিতে নেই। ১৬৩ বলে ৯৭ রান করে ব্যাট করছেন সাইফ। বিকেএসপিতে রংপুর বিভাগের বিরুদ্ধে ৫ উইকেট হারিয়ে ২১২ রান জড়ো করেছে সাইফের দল ঢাকা বিভাগ।

অন্যদিকে দিনের আরেক ম্যাচে বরিশালে স্বাগতিক বরিশাল বিভাগের মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রো।প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করতে পেরেছে বরিশাল। এই ম্যাচে দলের ব্যাটিং বিপর্যয় কাটানোর চেষ্টায় ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

তিনি ব্যাট হাতে ১৩৪ বলে ৪৮ রানের এক দায়িত্বশীল ইনিংস খেলে শহিদুল ইসলামের শিকার হয়ে সাজঘরে ফিরে যান।এই ম্যাচে মোহাম্মদ আশরাফুলের ওপেনিং করেছেন মইনুল ইসলামের সাথে।

খুলনা বিভাগঃ রবিউল ইসলাম রবি, ইমরান উজজ্জামান, ইমরুল কায়েস, তুষার ইমরান, নুরুল হাসান সোহান, জিয়াউর রহমান, মাসুম খান টুটুল, আব্দুল হালিম, নাহিদুল ইসলান, মইনুল ইসলাম, মিনহাজ রহমান।

সিলেট বিভাগঃ অলক কাপালি, আবু জায়েদ রাহী, অমিত হাসান, আব্দুল্লাহ গালিব, এবাদত হোসেন, এনামুল হক জুনিয়র, ইমতিয়াজ হোসেন, জাকের আলি অনিক, খালেদ আহমেদ, তৌফিক খান, জাকির হাসান, রাহাতুল ফেরদৌস।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন