আইপিএলের দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডারার্সের বরাবরই দুর্দান্ত দল গঠন করে দারুণ খেলা উপহার দিত।তবে গতবছরের ফলাফলের দিকে নজর দিলে দেখা যাবে তারা তাদের এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে ব্যর্থ ছিল।গত আসরের দলটির ছিল টালমাটাল অবস্থা। আর তা আরো বেশি প্রকোপ হয়ে উঠে যখন আসরের মাঝ পথে দলের অধিনায়ক বদলে যায়।
অধিনায়ক হিসেবে দীনেশ কার্তিক তেমন খারাপ কিছু না করলেও তাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয় কেকেআর।তারপরই অধিনায়ক করা হয় ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গান কে।টিম ম্যানেজমেন্ট কাছে পরে তার অধিনায়কত্ব বেশ প্রশংসা কুড়িয়ে ছিল।কিন্তু শেষ অব্দি দলকে প্লে-অফে নিয়ে যেতে পারেনি।
তবে দুইবারের চ্যাম্পিয়নরা ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ককে আগামী আসরের জন্য দলকে সামলানোর দায়িত্ব দিয়েছে নাইট টিম ম্যানেজমেন্টের। তারা প্রত্যাশা করছে ধারাবাহিক সাফল্য। গত বছরের টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের বড় সন্ধান হলেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী, যিনি তার দুরন্ত অফ স্পিন বোলিংয়ের মধ্য দিয়ে প্রতিপক্ষকে চাপ দিয়েছিলেন। তিনি একটি ম্যাচে পাঁচ উইকেটের পাশাপাশি ৬.৮৫ ইকোনমি রেট রেখে ২০.৯৪ গড়ে ১৭টি উইকেট সংগ্রহ করেছিলেন।
আর এর ফলে এবারের আইপিএল এ বেশ কিছু তারকা খেলোয়াড় কিনে নিজেদের বেশ কয়েকটি জায়গার অভাব পূর্ণ করতে মরিয়া ছিল কলকাতা নাইট রাইডার্স। আর সেক্ষেত্রে বলা যায়, নিলামে বেশ ভালোই বাজার করে এসেছে নাইটরা। একাধিক অভিজ্ঞ খেলোয়াড় কেনার পাশাপাশি ব্যাকআপ এবং তরুণ খেলোয়াড়দের মিশেলও এনেছে নাইটরা।
এক নজরে দেখে নেওয়া যাক আইপিএল ২০২১ নিলামে কলকাতা নাইট রাইডার্স দ্বারা কিনে নেওয়া খেলোয়াড়দের তালিকা :
সাকিব আল হাসান – ৩.২ কোটি টাকা।
শেল্ডন জ্যাকসন – ২০ লক্ষ টাকা।
বৈভব অরোরা – ২০ লক্ষ টাকা।
করুণ নায়ার – ৫০ লক্ষ টাকা।
হরভজন সিং – দুই কোটি টাকা।
বেন কাটিং – ৭৫ লক্ষ টাকা।
ভেঙ্কটেশ আইয়ার – ২০ লক্ষ টাকা।
পবন নেগি – ৫০ লক্ষ টাকা।
কলকাতা নাইট রাইডার্স: রিটেইন ক্রিকেটার: দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, কমলেশ নাগরকোটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, নীতিশ রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, রিংকু সিং, সন্দীপ ওয়ারিয়র, শিভাম মাভি, শুভমান গিল, সুনীল নারিন, ইয়ন মরগান (সি), প্যাট কামিন্স, রাহুল ত্রিপাঠি, বরুণ চক্রবর্তী।
নিলাম থেকে কেনাঃ সাকিব আল হাসান, শেলডন জ্যাকসন, ভাইভাব আরোরা, করুন নায়ার, হরভজন সিং, ভেঙ্কাতেস আইয়ার, পবন নেগী, বেন কাটিং, টিম সেইফার্ট।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন