শিরোনাম

প্রচ্ছদ /   নতুন খবর দিল আবহাওয়া অধিদপ্তর

নতুন খবর দিল আবহাওয়া অধিদপ্তর

Avatar

শুক্রবার, অক্টোবর ৩০, ২০২০

প্রিন্ট করুন

গত কয়েকদিন ধরে দেশের তাপমাত্রা কিছুটা কমতির দিকে থাকলেও নতুন করে বার্তা দিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকা এবং এর আশে পাশের এলাকায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা এবং এর আশেপাশের এলাকার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা এবং এর আশেপাশের অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

বৃষ্টি হবার কোনো সম্ভাবনা না থাকার পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসময় উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।

সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আদ্রতা পরিমাপ করা হয় ৯০ শতাংশ। গতকাল (২৯ অক্টোবর) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আজকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩ মিনিটে।

অন্যদিকে দেশের তাপমাত্রা চলতি মাসের শুরু থেকে বেশ কিছুটা কম ছিল টানা বৃষ্টি থাকার কারনে দেশের তাপমাত্রা কিছুটা কম ছিল। তবে দেশ থেকে ইতোমধ্যেই বিদায় নিতে শুরু করেছে মৌসুমি বায়ু ফলে বৃষ্টিপাত কমে গেছে। বৃষ্টিপাত কমে গিয়ে দেশের তাপমাত্রা কমে শীতের আগমনী বার্তা ইতোমধ্যেই লক্ষ্য করা গেছে।

দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে এমন খবর আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল গতকালই। ভ্যাঁপসা গরম কিছুটা বাড়লেও সেটা খুব বেশি বাড়তির দিকে যাবে না বলে ধারনা করা হচ্ছে। চলতি মাসে বঙ্গোপসাগরেও ছিল ঘন ঘন নিম্নচাপ। আগামী কয়েকদিনের মধ্যে নিম্নচাপ নতুন করে দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই এমনটাও জানা গেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন