শিরোনাম

প্রচ্ছদ /   ব্যাট হাতে দূর্দান্ত লিটন মাহমুদুল্লাহ গড়ছেন লম্বা রানের জুটি

ব্যাট হাতে দূর্দান্ত লিটন মাহমুদুল্লাহ গড়ছেন লম্বা রানের জুটি

Avatar

শুক্রবার, অক্টোবর ২, ২০২০

প্রিন্ট করুন

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত হয়ে যাবার পর ক্রিকেটারদের অনুশীলন পর্ব শেষ করে আজ (২ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। দুই দলে ভাগ হয়ে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশ নিচ্ছেন টাইগার ক্রিকেটাররা। এই ম্যাচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ওটিস গিবসন একাদশ বা লাল দল। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে মাঠে নেমেছে তারা। অন্যদিকে তাদের বিপক্ষে আজ লড়াই করছে মুমিনুল হকের নেতৃত্বাধীন রায়ান কুক একাদশ বা সবুজ দল।

এদিন টস করতে কোনো ম্যাচ অফিসিয়ালকে আসতে দেখা যায়নি। বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এই প্রস্তুতি ম্যাচে খেলছেন না। তবে ম্যাচ রেফারির দায়িত্বে তাকেই এদিন দেখা গিয়েছে টস করতে। দুই অধিনায়ক মুমিনুল হক এবং শান্তকে সামনে নিয়ে মাঠে টস করেন তিনিই।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি তাদের। গিবসন একাদশ শুরুতেই হারায় ইমরুল কায়েসের উইকেট। তাকে ফিরিয়েছেন পেসার তাসকিন আহমেদ।রায়ান কুক একাদশের স্পিনার তাইজুল ইসলামের বলে লেগ-বিফোর হয়ে সাজঘরে ফিরেছেন সাইফ। তার বিদায়ে দলীয় ১১২ রানে দ্বিতীয় উইকেট হারায় ওটিস গিবসন একাদশ।

এর কিছুক্ষণ পর তার দেখানো পথে হাঁটেন দলনেতা নাজমুল হোসেন শান্ত’ও। তাকে ফেরান তাসকিন আহমেদ। দ্রুত সাইফ ও শান্ত’র বিদায়ের পর জুটি গড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাস। চাপ কাটিয়ে উঠার লড়াইয়ে ব্যাট করছেন জাতীয় দলের অভিজ্ঞ এ দুই ক্রিকেটার।

ওটিস গিবসন একাদশঃ ১১৭/৩ (২৮ ওভার)

এক নজরে দুই দলের একাদশ

ওটিস গিবসন একাদশ (লাল দল): সাইফ হাসান, ইমরুল কায়েস, নাজমুল হোসাইন শান্ত (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, হাসান মাহমুদ, এবাদত হোসাইন, মুস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন।

রায়ান কুক একাদশ (সবুজ দল): ইয়াসির আলি, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ এবং আলামিন হোসাইন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন