সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত রিয়া বেশ কিছুদিন মিডিয়ার সামনে আসেন নি। সাম্প্রতিক সময়ে অবশ্য মিডিয়ার সামনে এসে দিয়েছেন বেশ কিছু বিস্ফোরক তথ্য। তদন্তেও বেরিয়ে আসছে নানা রকম নতুন নতুন তথ্য। রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদে অবশ্য এখন পর্যন্ত সুশান্তের মৃত্যুর সাথে তার জড়িত থাকার প্রমাণ পায়নি সিবিআই।
এদিকে রিয়া মিডিয়ায় বক্তব্যে একেক বার একেক জনকে দোষারোপ করে আসছে সুশান্তের মৃত্যুর কারনে। কখনও পরিবারের সদস্যদের আবার কখনও বা বলছেন ‘দিল বেচারা’ সিনেমার নায়িকা সঞ্জনা সাংঘির কথা।
সঞ্জনার দিকে আঙুল তোলার ক্ষেত্রে যুক্তি দেখাচ্ছেন ২০১৮ সালে ‘দিল বেচারা’ সিনেমার শুটিং চলাকালে সুশান্তের বিরুদ্ধে গুজন শোনা যায় সঞ্জনার শ্লীলতাহানি করেছেন সুশান্ত। এমন অভিযোগ উঠার পর থেকেই সুশান্ত নানাভাবে মানসিক অস্বস্তিতে ভুগতে থাকেন সুশান্ত এমনটাই দাবি করেন রিয়া।
রিয়ার এমন দাবি অবশ্য ধোপে টিকেনি। কেননা সুশান্তের সাথে সঞ্জনার এমন অপ্রীতিকর ঘটনার কথা মিডিয়ায় ছড়িয়ে পড়লে সুশান্ত এবং সঞ্জনার চ্যাটের স্ক্রিনশট সামনে আনেন সুশান্ত। সঞ্জনার কাছ থেকে অনুমতি নিয়েই এসব সামনে আনেন প্রয়াত এই বলিউড অভিনেতা। এতেও অবশ্য বিতর্ক পুরোপুরি শেষ হয়নি।
সুশান্তের মৃত্যুর পর তাই আবারও পুরনো ইতিহাস ঘেটে যখন সঞ্জনার দিকে আঙুল তোলছেন রিয়া তখন সঞ্জনা জবাবও দিয়েছেন। সঞ্জনা জানান ইতোমধ্যে এ ব্যাপারে বেশ কিছু সাক্ষাৎকারে কথা বলে পরিষ্কার করেছেন রহস্যের জট। সঞ্জনার ভাষ্য, ‘’সত্যি বলতে একজন মহিলা হিসেবে আমি বিষয়টি নিয়ে আগে অনেক কিছুই বলেছি। আমি আবার এই কথাগুলোকে এন্টারটেন করতে চাই না। ২৫ টারও বেশি সাক্ষাৎকারে আমি এ ব্যাপারে কথা বলেছি। এ ছাড়া এই নিয়ে বলার মত আমার কাছে আর কিছু নেই।”
প্রসঙ্গত, সঞ্জনার শ্লীলতাহানির ব্যাপারটি যখন মিডিয়ায় এসেছিল তখন দেশের বাইরে থাকার কারনে বেশি কিছু বলতে পারেননি সঞ্জনা। তবে এর দেড় মাস পর জানিয়েছিলেন সুশান্তের সাথে এমন কোনো ঘটনাই ঘটেনি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন