শিরোনাম

প্রচ্ছদ /   নতুন সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

নতুন সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

Avatar

শনিবার, মে ২, ২০২০

প্রিন্ট করুন

অবশেষে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এপিওভুক্তির প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।এতে চারটি স্তরে মোট ১ হাজার ৬৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কোড যুক্ত করে তালিকা প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তালিকায় দেখা গেছে, নিন্ম মাধ্যমিকের ৪৩০টি, মাধ্যমিকের ৯৯১টি, স্কুল অ‌্যান্ড কলেজ পর্যায়ে ৬৮টি, কলেজ পর্যায়ে ৯২টি এবং ডিগ্রি পর্যায়ে ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১ হাজার ৬৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

এসব শিক্ষাপ্রতিষ্ঠানে বিধি মো’তাবেক নিয়ো’গপ্রা’প্ত ও যোগ্য শিক্ষক-কর্মচারী’দের বেতন-ভাতা প্রদানে প্রয়োজ’নীয় ব্যবস্থা গ্রহ’ণের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধি’দফতরকে (মাউশি) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এর মধ্যেই সুখবর দিলেন শিক্ষা’মন্ত্রী। জানা গেছে, ঈদের আগেই বেতন পাবেন ন’তুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা।

মে মাস থেকেই তা’দের এমপিও কার্য’কর করা’র নির্দেশ দি’য়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মে মাসের শুরু থেকেই শিক্ষ’কদের এমপিও আ’বেদন প্রক্রি’য়া করা হবে। শিক্ষা মন্ত্র’ণালয়ের দা’য়িত্ব’শীল একাধিক সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চি’ত করেছেন।

এদিকে, মাদ্রাসা শিক্ষা অধি’দপ্তরে’র কর্মক’র্তারা জানিয়ে’ছেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি নির্দেশনা দিয়েছেন ঈদের আগেই শিক্ষকদের বেতন-ভাতা দেয়ার। আম’রা সে অনুযায়ী কাজ করছি। প্রথমে মাদ্রা’সা’গুলোকে এমপিও কোড দে’য়া হবে। তারপর শিক্ষক-কর্মচা’রীদের আবেদন গ্রহণ করা হবে। শিগ’গিরই এ সংক্রা’ন্ত নি’র্দেশনা আম’রা জানিয়ে দেবো।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন