উন্নত দেশ সবসময়ই যুগের সাথে তাল মিলিয়ে এবং সময়ের প্রয়োজনীয়তাকে মূল্য দিয়ে তাদের শিক্ষা ব্যবস্থাকে বিন্যস্ত করে থাকে । বাংলাদেশে উচ্চশিক্ষার যে ব্যবস্থা প্রচলিত রয়েছ, তা আমাদের দেশে শিক্ষার্থী তুলনায় অত্যন্ত অপ্রুতুল ৷ আমাদের দেশে বর্তমানে মাত্র ৫৩ টা পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে ৷ এতে করে মেধাবী শিক্ষার্থীরা চাইলেও তার পছন্দমত সাবজেক্টে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না ৷ এছাড়া বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন থাকে অধিকাংশ শিক্ষার্থীর ৷ কিন্তু সঠিক তথ্যের অভাবে অনেকের বহুদিনের লালিত স্বপ্নও মাঝপথে এসে ব্যাহত হয় ৷ তাই বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছা যাদের আছে তাদের স্বপ্ন বাস্তবায়নে শিক্ষা উদ্যোক্তা হিসাবে কাজ করছেন তরুন শিক্ষা উদ্যোক্তা, বিশিষ্ট শিক্ষা সংস্কারক, এবং আধুনিক শিক্ষার স্বপ্নদ্রষ্টা মোস্তাক আহাম্মেদ শান্ত ৷
বাইশ বছর বয়সী এই তরুণের বেড়ে ওঠা বাংলাদেশের অন্যতম প্রাচীন শহর ময়মনসিংহে । খ্যাতিমান প্রতিষ্ঠান গ্লোবাল প্রসেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং গ্লোবাল প্রসেস এডুকেশন গ্রুপের কর্ণধার, প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা সংস্কারক মোস্তাক আহাম্মেদ শান্ত, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় জন্ম। উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশুনা ময়মনসিংহে, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর উচ্চ শিক্ষার উদ্দেশ্যে রকফেলার স্কলারশীপে তিনি পড়ি জমান চীনের চায়না থ্রি গরজেস ইউনিভার্সিটিতে ৷ চীনে পড়তে যাবার আগেই মোস্তাক উপলব্ধি করেন দেশের বিভিন্ন কন্সালটেন্সি ফার্মে ভুল তথ্য দিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করেন ৷
এসব দেখে মোস্তাক ২০১৭ সালে বিদেশে পরিপূর্ণ উচ্চশিক্ষার একটা সামগ্রিক ধারণা নিয়ে রাজধানী ঢাকার নিকুঞ্জ’তে প্রতিষ্ঠা করেন ‘গ্লোবাল প্রসেস লিমিটেড’ ৷
শিক্ষার্থী দের জন্য স্বাধীনভাবে নিজে কিছু করতে চাওয়া থেকে হয়ে উঠেন শিক্ষা উদ্যোক্তা । দেখতে দেখতে ২২ বয়সেই তিনি এখন বাংলাদেশের শিক্ষা উদ্যোক্তা হিসেবে ব্যাপক পরিচিত এবং এই সেক্টরে রয়েছে তার সাফল্যের প্রতিচ্ছবি । প্রিয় পাঠক, আমরা এখন জানার চেষ্ঠা করব ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস স্বীকৃত সেরা শিক্ষা উদ্যোক্তা এ গুণী ব্যক্তিত্ব সম্পর্কে ৷
মোস্তাক আহাম্মেদ শান্ত একাধারে ডাক্তার, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, শিল্পী, শিক্ষা উদ্যোক্তা এবং এডুকেশন কন্সালটেন্ট । হাইয়ার এডুকেশন ফর অল বা সবার জন্য উচ্চশিক্ষা – এ থিম ধারণ করে নতুন মোস্তাক আহাম্মেদ শান্ত শিক্ষা উন্নয়নের প্রত্যয় ঘোষণা করেছেন ৷ বর্তমানে যুগোপযোগী পদক্ষেপের মাধ্যমে গড়ে তোলা গ্লোবাল প্রসেস লিমিটেড এডুকেশন গ্রুপের মাধ্যমে বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে।
শিক্ষা মানুষের সার্বিক উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিশ্বাস নিয়ে গ্লোবাল প্রসেস লিমিটেড তিলে তিলে গড়ে তুলেছেন মোস্তাক আহাম্মেদ শান্ত । এই পথচলায় যোগ হয়েছে গ্লোবাল প্রসেস ট্রাভেলস, গ্লোবাল প্রসেস ল্যাংগুয়েজ ক্লাব, গ্লোবাল মেডিগিয়ার, এবং গ্লোবাল প্রসেস এডু ম্যানেজমেন্টের উদ্যোক্তাও তিনি ৷
বাংলাদেশে যেসব শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে ইচ্ছুক, তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি, পড়াশোনা, টিউশন ফি ব্যবস্থাপনা এবং পড়াশোনার পাশাপাশি কাজ সংক্রান্ত বিষয়ে সার্বিক সহযোগিতা করে তার কন্সালটেন্সি ফার্ম । প্রতিষ্ঠানটি এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশের ইউনিভার্সিটিগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি ও স্কলারশীপ নিয়ে কাজ করে থাকে ৷ উনার প্রতিষ্ঠান কোন প্রকার ফি ভিসার আগে নিয়ে থাকে না ৷
এ ছাড়া ভিসা, ইমিগ্রেশন এবং ট্যুরের ব্যবস্থা, হোটেল বুকিং, ট্রাভেল ইন্স্যুরেন্স, ট্রাভেল লোনের ব্যবস্থা এবং টিকেটিং সহযোগিতা করা হয় ৷
এসময় এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি পৃথিবীর শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করে শিক্ষা সংক্রান্ত ব্যাপক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেন ৷ বিশেষ ক’রে, এশিয়া, ইউরোপের অনেক দেশ ভ্রমণ করে সেসব দেশের শিক্ষা কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন ৷
তার সাফল্যের স্বীকৃতি স্বরূপ মোস্তাক আহাম্মেদ শাম্ত পেয়েছেন সেরা শিক্ষা উদ্যোক্তা, শিক্ষা সংস্কারক ও ব্যবসায়ী উদ্যোক্তাসহ বিভিন্ন সময় দেশে ও বিদেশে জাতীয় ও আন্তর্জাতিক অ্যাওয়ার্ড ও সম্মাননায় ভূষিত হন ৷ শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন এডুকেশন, ইন্টারন্যাশনাল এডু স্টার ফর লিডারশিপ ইন কোয়ালিটি অ্যাওয়ার্ড ২০১৯ অর্জন করেছেন ৷
আজকের এই অবস্থানে আসা প্রসঙ্গে মোস্তাক বলেন, আমাকে শুরুতে নানা প্রতিকূলতা ও বিপত্তি অতিক্রম করতে হয়েছে। তাই আমি মনে-প্রানে বিশ্বাস করি পরিপূর্ণ উচ্চশিক্ষা গতিশীল ও আধুনিক শিক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সাফল্য অর্জন করবেন ৷ মেধা ও মননের চর্চার মাধ্যমে আগামী প্রজন্মকে সুশিক্ষায় বলিয়ান করার জন্য আমরা নিরলস প্রচেষ্টায় লিপ্ত আছি। মেধাবী শিক্ষার্থীরা সুশিক্ষার জন্য আসুক আর সেবার জন্য বেরিয়ে যাক ,এটা তারা অন্তরে ধারন করুক ৷
নতুন উদ্যোক্তাদের জন্য আমার একটাই পরামর্শ থাকবে আর সেটি হচ্ছে — উদ্যোক্তা হতে গেলে প্রচণ্ড ইচ্ছাশক্তি এবং সাহস থাকতে হবে। সফলতা এমন একটি জিনিস যা প্রতিটি মানুষের চাহিদার অন্যতম ৷ তাই নিজের লক্ষ্যের ওপর বিশ্বাস রেখে সাহসের সঙ্গে কাজ করে যেতে হবে ৷
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন