কক্সবাজারের টেকনাফে পঙ্গপালের দেখা মিলেছে। কী’ট বিজ্ঞানীরা জানান, ‘এটা মিয়ানমা’র বা ভা’রত থেকে আসতে পারে। এখনি দমানো না গেলে দুই থেকে ছয়মাসের মধ্যে দেশজুড়ে ফসলী ক্ষেতে তা’ণ্ডব চালাবে।’
ফড়িংয়ের মতো এই পোকা বসতভিটার গাছপালা ও বাগানের গাছ খেয়ে সাবাড় করে ফেলছে। শত শত পোকা দল বেধে গাছের পাতা ও শাখায় বসে একের পর এক গাছের পাতা খেয়ে নষ্ট করছে।
পান, লতা পাতা, আগাছা থেকে শুরু করে শুকনো পাতা, কাচাঁ পাতা ও গাছের শাখা প্রশাখায় সারি সারি পোকা। কোথাও গাছের শাখা আছে পাতা নেই। আবার কোথাও পাতা ঝলসে গেছে।
কোথাও পাতায় পোকায় খাওয়ার মত ছিদ্রযু’ক্ত। একটি গাছের নিচে রয়েছে কিছু ছাই। যা কিনা আ’গুন জ্বালিয়ে পোকা দমনের চেষ্টা করেও সরে যায়নি।
আম গাছ, তেরশলগাছসহ অন্যান্য বেশকটি গাছের পাতা নষ্ট হয়ে গেছে। কোথাও কোথাও শাখা ছাড়া কোন পাতা নেই। আবার কোথাও কোথাও পাতা ঝলছে গেছে। তবে দিন দিন পোকার সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি পোকা গুলোর মধ্যে পাখাও দেখা যাচ্ছে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন