শিরোনাম

প্রচ্ছদ /   বাংলাদেশেকে সুখবর জানালো সিঙ্গাপুরের গবেষণা জানা গেল কবে হবে করোনামুক্ত

বাংলাদেশেকে সুখবর জানালো সিঙ্গাপুরের গবেষণা জানা গেল কবে হবে করোনামুক্ত

Avatar

বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২০

প্রিন্ট করুন

বর্তমান বিশ্বে চলমান করোনা ভাইরাসের প্রকোপ এ বছরের আসন্ন মে মাসের মধ্যে ৯৭ শতাংশ কমে আসবে – এমনটাই আভাস দিয়েছে সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইন (এসইউটিডি) এর ডাটা ড্রাইভেন ইনোভেশন ল্যাবের এক গবেষণা ।

গত রবিবার তাদের নিজস্ব ওয়েবসাইটে ১৩১টি দেশের করোনা বিষয়ক এই তথ্য তুলে ধরে ভাইরাসটির বিদায়ের দিনক্ষণের বিষয়ে এমন পূর্বাভাস জানায় তারা ।

গবেষণাটিতে সাসসিপটাবেল ইনফেক্টেপ রিকভারড (এসএআর) মডেল ব্যবহার করা হয়েছে বলে জানানো হয় । এ মডেল অনুযায়ী, করোনা ভাইরাসের প্রকোপ কমার প্রমাণ মিলছে ।

গবেষণার বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন দেশ থেকে পাওয়া তথ্যে ও করোনা ভাইরাসের জীবনচক্রের মেয়াদ সম্পর্কে প্রচুর তথ্যের ওপর ভিত্তি করে এমন ফলাফল জানানো হয় । তবে একই সাথে গবেষণার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে গবেষকরা তাদের পূর্বাভাসের ওপর নির্ভর না করারও আহ্বান জানিয়েছেন ।

করোনাভাইরাস বিস্তারের ধরন, মানবদেহে এর ক্ষতিকর প্রভাব ও বৈশিষ্ট্য সব মিলিয়ে এই গবেষণার আভাসে বলা হয়, আসন্ন মে মাসে ৯৯ শতাংশ কমে গেলেও বাংলাদেশ থেকে ভাইরাসটির পুরোপুরি বিদায় নিতে ১৫ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে । আর সারা বিশ্ব থেকে করোনা পুরোপুরি বিদায় নিতে পারে ৮ ডিসেম্বরের মধ্যে ।

উক্ত গবেষণার ডিসক্লেইমার অংশটিতে বলা হয়, এই পরীক্ষার কনটেন্টগুলো কেবলই শিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে করা এবং এগুলোর ত্রুটি থাকতে পারে । বিভিন্ন দেশের জটিল, পরিবর্তিত ও ভিন্নধর্মী বাস্তবতায় পূর্বাভাসগুলো স্বাভাবিকভাবে অনিশ্চিত হতেই পারে । গবেষণায় উল্লেখ করা তারিখের উপর নির্ভর করার বিষয়ে পাঠকদেরকে সতর্ক হতে হবে । কারণ এর মধ্য দিয়ে আমাদের শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ কমে যেতে পারে এবং এর ফলে ভাইরাস ও সংক্রমণ আবার ফিরে আসতে পারে ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন