শিরোনাম

প্রচ্ছদ /   মাত্র পাওয়াঃ এসএসসির ফল ও এইচএসসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

মাত্র পাওয়াঃ এসএসসির ফল ও এইচএসসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

Avatar

মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২০

প্রিন্ট করুন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ক’রোনাভা’ইরাস সংক্র’মণে’র এ সম’য়ে সব মানুষ এক ধর’নের আ’ত’ঙ্ক ও অ’নিশ্চয়তা’র মধ্যে রয়ে’ছে। প্রাক-প্রাথমিক শিক্ষা থেকে উ’চ্চ শিক্ষা পর্যন্ত সব শ্রেণির ‘শিক্ষার্থীই দু’শ্চিন্তা’য় দিন কাটা’চ্ছে। কারণ প্রাতি’ষ্ঠানিক’ভাবে সব ধরনের শিক্ষা’প্রতিষ্ঠা’ন বন্ধ রয়েছে।

অনলাইনে ও সংসদ বাংলা’দেশ টেলিভি’শনের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা’র্থীর ক্লাস চলছে। কিছু কলেজ ও বিশ্ববিদ্যা’লয়ও অনলা’ইনে ক্লাস নিচ্ছে। তবুও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না থাকায় ছাত্র’ছাত্রীরা সেভাবে এগিয়ে যেতে পারছে না। তারা কিছুটা পিছিয়ে যাচ্ছে। তাই পরিস্থিতি’ স্বাভাবিক হলে করো’নাভা’ইরাসের কারণে শিক্ষা’র্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সব ধরনের ব্যব’স্থা নেয়া হবে ইনশা’আল্লাহ।

দেশের একটি দৈনিক প’ত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে এ তথ্য জানা গেছে।

এসএসসি’র ফল ও এইচএসসি পরীক্ষা নিয়ে সাক্ষাৎকারে শিক্ষা’মন্ত্রী বলেন, গণপরিবহন চা’লুর তিন সপ্তা’হের মধ্যে এসএসসি ও সমমা’নের ফল প্রকাশ করা হ’বে। আর পরিস্থিতি স্বাভা’বিক হলে নো’টিস দিয়ে দুই সপ্তা’হের মধ্যে এইচএসসি ও সমমা’ন পরী’ক্ষা শুরু করা হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, মু’ক্তিযুদ্ধে’র পরে দেশ সম্ভবত এত বড় সংক’টে পড়েনি। এসএসসি পরীক্ষা’র সব খাতা মূ’ল্যায়ন করা হয়েছে। খা’তাগুলো প্রধান পরী’ক্ষক’দের কাছে রয়েছে। প’রিবহন চলা’চল শুরু হলেই ওএম’আর শিটগু’লো শিক্ষা বোর্ডে পৌঁছে যাবে। গ’ণপরি’বহন চালুর তিন সপ্তাহে’র মধ্যে এসএসসির ফল প্রকাশ করতে পারব ইনশা’আল্লাহ।

তিনি আরো জানান, এইচএসসি ও সমমা’নের পরীক্ষা যথাসময়ে (১ এপ্রিল) অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি ছিল সরকারের। কিন্তু করো’নার কারণে এ পরীক্ষা শুরু করা যায়নি। পরী’ক্ষা নেয়ার সব প্র’স্তুতি এখনো রয়েছে আমা’দের। শিক্ষার্থীরাও পুরোপুরি প্রস্তুত রয়েছে পরীক্ষা দিতে। পরি’স্থি’তি স্বাভাবিক হলে দুই সপ্তা’হের নোটিস দিয়েই আ’শা করি এইচএসসি ও সমমা’নের পরীক্ষা শুরু করতে পারব।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন