শিরোনাম

প্রচ্ছদ /   সরকারি অফিস খোলা নিয়ে আবারো এলো নতুন সিদ্ধান্ত

সরকারি অফিস খোলা নিয়ে আবারো এলো নতুন সিদ্ধান্ত

Avatar

সোমবার, এপ্রিল ২৭, ২০২০

প্রিন্ট করুন

সীমিত পরিসরে সরকারি অফিস খোলার সিদ্ধান্ত বাতিল করেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা ইতোমধ্যে সীমিত পরিসরে ১৮টি মন্ত্রণালয়ের অধীনস্ত অফিসগুলো খোলার সিদ্ধান্ত বাতিল করেছি।’

এ প্রসঙ্গে শেখ ইউসুফ হারুন বলেন, ‘নতুন নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র ম’হামা’রি সংশ্লিষ্ট অফিসগুলো খোলা থাকবে। ম’হামা’রি মো’কাবিলায় সরকারের নির্দেশ পালনের সঙ্গে সরাসরি সংযুক্ত অফিসগুলোতেই কার্যক্রম চলবে।’

এর আগে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশে ৫ মে চলমান সরকারি ছুটি চলাকালীন ১৮টি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অফিসগুলোকে সীমিত পরিসরে কার্যক্রম শুরু করতে বলা হয়। সচিব বলেন, ‘ম’হামা’রি মোকা’বিলায় প্রয়োজন পড়লে যেকোনো মন্ত্রণালয় খোলা যেতে পারে।’

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা ও সেবা বিভাগ, তথ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ,

পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু মন্ত্রণালয় এবং মৎস্য ও পাণিসম্পদ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অফিসগুলোকে ৫ মে পর্যন্ত সরকারি ছুটি চলাকালীন সীমিত পরিসরে কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়।

কয়েকটি মন্ত্রণালয় ইতোমধ্যে ৫মে পর্যন্ত তাদের কার্যসূচি তৈরি করেছিল। কিন্তু নতুন নির্দেশনা অনুসারে সেগুলো বাতিল করা হয়েছে। ক’রো’না ভা’ইরা’সের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে জাতীয় রাজস্ব বাের্ডের (এনবিআর) সকল অফিস খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে।

আজ রোববার (২৬ এপ্রিল) এক সার্কুলারে এই সিদ্ধান্ত জানায় এনবিআর। অর্থ মন্ত্রণালয়ের সহকারী সচিব শামীম আহসান স্বাক্ষরিত নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আদেশে বলা হয়, দেশব্যাপী ক’রাে’না ভা’ই’রাস মােকা’বিলায় অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার ২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল এবং ৩ মে হতে ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘােষণা করেছে ।

উক্ত ছুটির সঙ্গে আগামী ১ ও ২ মে সাপ্তাহিক ছুটিও সুংযুক্ত থাকবে। উক্ত ছুটিকালীন জরুরি প্রয়ােজনে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং এ বিভাগের অধীনস্থ বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের দপ্তরসমূহ খোলা রাখার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিভাগকে অনুরােধ করা হয়েছে।

এ অবস্থায় ছুটিকালীন জরুরি প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), জাতীয় সঞ্চয় অধিদপ্তর, ট্যাকসেস ট্রাইব্যুনাল এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালকে তাদের আওতাধীন বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ের দফতরসমূহ খোলা রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সুত্রঃ বাংলাদেশ জার্নাল

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন