শিরোনাম

প্রচ্ছদ /   করোনায় মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে মিলল নতুন খবর

করোনায় মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে মিলল নতুন খবর

Avatar

বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২০

প্রিন্ট করুন

সাধারণ ছুটির মধ্যে – করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ আরও বাড়িয়ে ৫ মে পর্যন্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ছুটির সঙ্গে নতুন কিছু নির্দেশনাও জারি করেছে সরকার।

এ বিষয়ে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন জানান, অফিস খুলে দেয়ার মতো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি। ছুটিকালে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে না।

এছাড়া পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে শিল্প-কারখানা, কৃষি এবং উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো ও গণপরিবহন পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার পর গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল এবং পরে ৫-৯ এপ্রিল, পরে ১৪ এপ্রিল এবং সর্বশেষ ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিল। সাধারণ ছুটিতে গণপরিবহন ছাড়াও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে ১৮ মার্চ হতে।

সূত্র – বাংলাদেশ জার্নাল

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন