শিরোনাম

প্রচ্ছদ /   মাত্র পাওয়াঃ ঈদ পর্যন্ত বাড়তে পারে সাধারণ ছুটি

মাত্র পাওয়াঃ ঈদ পর্যন্ত বাড়তে পারে সাধারণ ছুটি

Avatar

শনিবার, এপ্রিল ১৮, ২০২০

প্রিন্ট করুন

দেশে করোনাভাইরাস সংক্রমণের যে গতি, তাতে হঠাৎ করে পরিস্থিতির উন্নতি ঘটবে, এমনটা আশা করার কোনো কারণ নেই। তাছাড়া অনেক বিশেষজ্ঞই মে মাসে সংক্রমণ ‘সর্বোচ্চ’ পর্যায়ে থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। এ অবস্থায় সরকার ঘোষিত সাধারণ ছুটি বাড়বে তো বটেই, সেটা ঈদ পর্যন্ত বর্ধিত করার আভাসও পাওয়া গেছে।

দেশে করোনাভাইরাস প্রতিরোধে প্রথম দফা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত। দ্বিতীয় দফায় ছুটি বর্ধিত করা হয় ১১ এপ্রিল পর্যন্ত। তৃতীয় দফায় ১৪ এপ্রিল এবং চতুর্থ দফায় ছুটি বাড়ানো হয়েছে ২৫ এপ্রিল পর্যন্ত। ছুটি শেষ হতে আর সপ্তাহখানেক বাকি, এর মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ নেই।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, পঞ্চম দফা ছুটি বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রেখেছে কর্তৃপক্ষ, সেটা হবে ৩০ এপ্রিল পর্যন্ত। সেক্ষেত্রে ১ ও ২ মে সাপ্তাহিক ছুটি হওয়ায় বেড়ে যাচ্ছে আরো দুদিন। ততদিনে কেটে যাবে রমজানের ১ সপ্তাহ। করোনাভাইরাসের এমন পরিস্থিতিতে তখন অফিস-আদালত খোলার সম্ভাবনা শুধু ক্ষীণই নয়, অনেকটা অসম্ভবও।

সাধারণ ছুটি ঘোষণা হওয়ার পর প্রায় কোটি মানুষ ঢাকা ছেড়েছেন। ঈদকে সামনে রেখে রমজানের ১ সপ্তাহ কাটানোর পর তাদের আর ঢাকায় আসার সম্ভাবনা নেই। এর মধ্যে যদি করোনাভাইরাসের প্রকোপ কমেও যায়, তাতেও সরকার সঙ্গে সঙ্গে অফিস খুলে নতুন করে সংক্রমণের ঝুঁকি নেবে না।

বলা বাহুল্য, সরকারের সামনে করোনাভাইরাস মোকাবেলাই এখন প্রথম ও একমাত্র চ্যালেঞ্জ। তাই ছুটি যে ঈদ পর্যন্ত বেড়ে যাচ্ছে তা একপ্রকার নিশ্চিত। নাম প্রকাশ না করলেও জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে তেমনটাই জানানো হয়েছে।

সূত্র :- 24 Live Newspaper

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন