শিরোনাম

প্রচ্ছদ /   স্বামীর মৃ’ত্যু নিয়ে ডাঃ মঈনের স্ত্রীর লিখা ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

স্বামীর মৃ’ত্যু নিয়ে ডাঃ মঈনের স্ত্রীর লিখা ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

Avatar

শুক্রবার, এপ্রিল ১৭, ২০২০

প্রিন্ট করুন

নো’ভেল ক’রোনাভা’ইরাসে (কোভিড-১৯) আক্রা’ন্ত হয়ে গত’কাল বু’ধবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিনের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন চিকি’ৎসাধীন অব’স্থায় মা’রা গেছেন। এদিকে স্বামীর মৃ’ত্যুর পর ডা: মঈন উদ্দিনের স্ত্রী ফেসবুকে এক স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসটি ইতিমধ্যে বিভিন্ন ফেসবুক গ্রুপে ভাইরাল হয়েছে।

স্বামীর মৃ’ত্যুর পর ডা: মঈন উদ্দিনের স্ত্রী ফেসবুকের স্ট্যাটাসে লি’খেছেন, করো’না রো’গীদের সেবা ক’রতে গিয়েই আমা’র স্বামী জীবন দিয়েছেন। তাই তাঁর এ মৃ’ত্যুতে আমা’র কোনো আফসোস নেই। আখেরাতে যেনো আল্লাহ পাক আমাদের দুজনকে একসাথে জান্নাতে দাখিল করেন, এই দোয়া রইলো…. আমিন।

এর আগে স্বা’স্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা আনিসুর রহমান জা’নিয়েছিলেন, ডা. মঈন উদ্দীন আগে থেকেই ভেন্টিলেটরে ছিলেন। সংক্র’মণ তার হার্টে ছ’ড়িয়ে প’ড়েছিল। মঙ্গলবার রাত থেকে তার শ’রীর বেশি খা’রাপ করে।

ড. মঈন সিলেটে করো’না যু’দ্ধে প্রথম সারির যোদ্ধা ছিলেন। করনোয় আক্রা’ন্ত হয়ে তিনি ঢাকায় চিকি’ৎসাধীন ছিলেন। ডা. মঈন উদ্দিনের বাড়ি সুনামগন্জে’র ছাতক উপজে’লার ধারনে। তিনি ঢাকা মেডিকেলের মেধাবি ছাত্র ছিলেন। তার মৃ’ত্যুতে সর্বত্র শো’কের ছায়া নেমে এসেছে। দুই শি’শু সন্তান ও স্ত্রীকে রেখে চির বিদা’য় নিলেন এই করো’না যোদ্ধা। ডা. মঈনের স্ত্রীও একজন চিকি’ৎসক।

ভদ্র বিনয়ী ডা. মঈন গরীব মানুষের ফি নিতেন না। সিলেটের হাউজিংস্টেটে তার বাসা। জা’না গেছে, দায়িত্ব পা’লন ক’রতে গিয়ে করো’না য় আক্রা’ন্ত হন ডা. মইন। গত ৫ এপ্রিল তার করো’না পজিটিভ আসে।

তখন থেকেই ওই চিকি’ৎসকের পরিবারসহ নগরীর হাউজিং এস্ট্রেট এলাকা লকডাউন ঘো’ষণা করা হয়। অব’স্থায় অবনতি ঘটলে ৭ এপ্রিল তাকে সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে করো’না ইউনিটে আইসোলেশনে রাখা হয়। সেখান থেকে পরবর্তীতে পরিবারের সিদ্বান্ত অনুযায়ী তাকে এ্যম্বুলেন্সযোগে দ্রুত ঢাকায় স্থা’নান্তর করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন