শিরোনাম

প্রচ্ছদ /   যে ওষুধে মাত্র সাত দিনেই সারবে করোনা জানালো গবেষকরা

যে ওষুধে মাত্র সাত দিনেই সারবে করোনা জানালো গবেষকরা

Avatar

শুক্রবার, এপ্রিল ১০, ২০২০

প্রিন্ট করুন

দেশে করোনাভাইরাসে নতুন করে আরও ৯৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এতে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৪ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ছয়জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইন বুলেটিন উপস্থাপনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা। নিজের বাসা থেকে যুক্ত হন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

বি’শ্বজুড়ে ছ’ড়িয়ে পড়া করো’না ভা’ইরাস বা কোভিড-১৯ এর প্র’তিষেধক উ’দ্ভাবনে গ’বেষণা চলছে বি’ভিন্ন দেশে।এর মধ্যে জা’পানের তৈরি একটি ওষুধ আশার আলো দে’খিয়েছে বলে দা’বি ক’রেছে সংশ্লি’ষ্টরা।

করো’না ভা’ইরাস প্র’তিরো’ধে এক পরীক্ষায় সা’ফল্য এনে দিয়েছে ‘আ’ভিগান’ নামে একটি ওষুধ। একদল জা’পানি গবে’ষক এমন দা’বি করে জা’নিয়েছে, মাত্র সাত থেকে নয় দিনে একজন রো’গী সু’স্থ হয়ে যেতে পারেন এই ওষুধ গ্র’হণের মা’ধ্যমে।

জা’পানের গ’বেষকরা ওষুধটি ১২০ জন রো’গীর ওপর এটি প্র’য়োগ ক’রেছেন। এর মধ্যে ৩০ বছর বয়সী এক রো’গীর ওপর আ’ভিগান প্র’য়োগ করার পর তিনি মাত্র ৭ দিনে সু’স্থ হয়ে উ’ঠেছেন।

তবে আ’ভিগানের স’ঙ্গে তারা আরেকটি ওষুধ প্র’য়োগ ক’রেছেন। জা’পানের চিকিৎ’সায় চ’লমান ওরভোসকো নামের ওষুধের স’ঙ্গে আ’ভিগানের যৌ’থ প্র’য়োগ করেন একজন ম’ধ্যবয়সী রো’গীর ওপর। তিনি মাত্র ৯ দিনে সু’স্থ হয়ে গে’ছেন।

গবেষক দল আরও বলছে, সন্তানসম্ভবা নারীদের এ ওষুধ প্র’য়োগে নে’তিবাচক ফ’লাফল আ’সতে পারে, এমন আ’শ’ঙ্কায় তাদের ওপর এটি প্রয়োগ করা হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন