শিরোনাম

প্রচ্ছদ /   জাপানের কার্যকরি করোনার ওষুধ তৈরি করছে বাংলাদেশ

জাপানের কার্যকরি করোনার ওষুধ তৈরি করছে বাংলাদেশ

Avatar

শুক্রবার, এপ্রিল ১০, ২০২০

প্রিন্ট করুন

করোনা রোগের চিকিৎসায় ব্যবহৃত জাপানিদের একটি ওষুধ তৈরি করে ফেলেছে বাংলাদেশের দুই ওষুধ উৎপাদনকারী কোম্পানি। ওষুধটির জেনেরিক নাম ফ্যাভিপিরাভির। জাপানি কোম্পানি ফুজি ফিল্মের অঙ্গ প্রতিষ্ঠান তোয়ামা কেমিক্যাল ইনফ্লুয়েঞ্জার চিকিৎসার জন্য এটি তৈরি করেছিল। তাদের ওষুধটির ব্র্যান্ড নাম অ্যাভিগান।

কোম্পানি দুটি হলো— বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও বিকন ফার্মা। চীন জানিয়েছে, ওষুধটি করোনা আক্রান্তদের চিকিৎসায় বেশ কার্যকর।

জাপানের ফুজিফিল্ম হোল্ডিংসের সহযোগী প্রতিষ্ঠান টয়োমা কেমিক্যাল এভিগ্যান তৈরি করেছে। এ গ্রুপের ওষুধ ফেভিপিরাভির। মূলত ইনফ্লুয়েঞ্জার চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। চীনে করোনায় সৃষ্ট রোগ কোভিড-১৯’র চিকিৎসায় এটা বেশ ভাল ফল দিয়েছে।

সম্প্রতি ফুজিফিল্ম ঘোষণা দিয়েছে, ভাইরাসের বিরুদ্ধে তারা এ ওষুধের কার্যকারিতা পরীক্ষা করেছে। তারা শিগগিরই এ ওষুধের ব্যাপক উৎপাদনে যাবে।

বাংলাদেশে ফ্যাভিপিরাভির ওষুধটি তৈরি করে রেখেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও বিকন ফার্মা। বেক্সিমকো শুধু ফ্যাভিপিরাভির নয়, প্রচলিত যেসব ওষুধ করোনা চিকিৎসায় ব্যবহারের পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে, তার একটি বাদে সবগুলো তৈরি করছে। চাহিদা অনুযায়ী এসব ওষুধ তারা সরকারকে দেবে।

বিকন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এমদাদুল করিম বলেন, আমরা ফ্যাভিপিরাভির ওষুধটি তৈরি করে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে দিয়েছি পরীক্ষামূলক প্রয়োগের জন্য। ওষুধটির কার্যকারিতা পাওয়া গেলে বাণিজ্যিক উৎপাদন করা যাবে।

তিনি বলেন, ওষুধটি মূলত ইবোলা ভাইরাসের চিকিৎসার জন্য জাপানের ফুজি তৈরি করেছিল। চীনারা এটি প্রয়োগ করে সুফল পায়। আমরা চীন থেকে অ্যাকটিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রিডিয়েন্ট এনেছি।

বেক্সিমকো ফার্মার প্রধান পরিচালন কর্মকর্তা রাব্বুর রেজা বলেন, বিভিন্ন দেশ বিভিন্ন ওষুধ পরীক্ষা করছে। আমরা রেমডেসিভির বাদে সবগুলোই তৈরি করে মজুত করছি। যাতে যে কোনো একটি কার্যকর প্রমাণিত হলে এবং অনুমোদন দেওয়া হলে আমরা সরকারকে সরবরাহ করতে পারি। তিনি বলেন, আইভারমেকটিনের কাঁচামালও আনা হচ্ছে। এটি তৈরি করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন