নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তির (৫৭) মৃত্যু হয়েছে। জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।
রোববার (০৫ এপ্রিল) সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া এলাকায় ওই ব্যক্তি মারা যান। মৃত্যুর পর ওই এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানায়, জ্বর, সর্দি-কাশি নিয়ে কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া মসজিদে নামাজ আদায় করতেন ওই ব্যক্তি। এলাকার অনেকেই তাকে ওই অবস্থায় মসজিদে আসতে বাধা দিতেন। কিন্তু কারও কথা শোনেননি তিনি। রোববার সকালে ওই ব্যক্তির মৃত্যু হয়। মৃত্যুর পর বিভিন্নজনকে পরিবারের লোকজন ডাকলেও কেউ এগিয়ে আসেনি। এ নিয়ে সবার মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বলেন, ওই ব্যক্তি জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত ছিলেন। তার বাড়িতে লোকজন পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুল ইসলাম বলেন, ওই ব্যক্তি পাঁচ বছর ধরে নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। তাই ওই এলাকা লকডাউনের প্রয়োজন নেই।
সূত্রঃ জাগোনিউজ
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন