করোনাভাইরাসে আক্রান্ত গোটা বিশ্ব। ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হিমশিম খাচ্ছে আক্রান্ত দেশগুলোর সরকার। বাংলাদেশ সরকারও চেষ্টা করছে মারাত্মক সংক্রামক ভাইরাসটিকে প্রতিহত করতে। তবে সেজন্য সতর্কতার পাশাপাশি প্রয়োজন সচেতন মহলের সহায়তাও।
এমন পরিস্থিতিতে এগিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের শীর্ষস্থানীয় ২৭ জন ক্রিকেটারের অনুদান দেওয়ার পর বিসিবিও আনুষ্ঠানিকভাবে সহায়তা করার পরিকল্পনা গ্রহণ করেছে। শীঘ্রই নিজেদের উদ্যোগ সম্পর্কে অবহিত করতে পারে দেশের সবচেয়ে প্রভাবশালী ও ধনী ক্রীড়া সংস্থাটি।
তবে সেই সহায়তা তহবিলে নগদ অর্থ অনুদান করে করা হবে নাকি অন্য কোনো পন্থায়- তা নিয়ে এখনো বোর্ডের শীর্ষ পর্যায়ে চলছে আলোচনা। এ বিষয়ে সরকারের পরামর্শও আমলে নিচ্ছে বিসিবি। আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে, করোনাভাইরাস সংকট মোকাবেলার ক্ষেত্রে বিসিবি কীভাবে ভূমিকা রাখবে।
এর আগে চুক্তির ১৭ জন ক্রিকেটারসহ মোট ২৭ জন ক্রিকেটার নিজেদের উদ্যোগে ৩০ লাখ টাকারও বেশি অর্থ অনুদান দেন। ভ্যাট বাবদ প্রায় ৪ লাখ টাকা কর্তন হলেও তাদের অনুদানের ২৬ লাখ টাকা ব্যবহৃত হবে করোনাভাইরাস মোকাবেলার কাজে।
বাংলাদেশে বৃহস্পতিবার (২৬ মার্চ) পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৪। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৫ জন, আর ১১ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৯ এপ্রিল পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এছাড়া ২৬শে মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে দেশের প্রায় সবগুলো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। বিসিবির মত অনেক সংস্থা ও প্রতিষ্ঠান কর্মীদের বাড়িতে বসে কাজ করার পরামর্শ দিয়েছে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন