অস্ট্রেলিয়ায় চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ নারী দল। নিজেদের প্রথম ম্যাচে ভারতীয় নারী দলের বিপক্ষে হেরে যায় টাইগ্রেসরা। এবার বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ (২৭ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ নারী দল। ক্যানবেরা স্টেডিয়ামে খেলাটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর ২টায়। ইতিমধ্যে টসে জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়া।
এদিকে নারী বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার রান পাহাড় গড়েছে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে এক উইকেটে ১৮৯ রান করেছে অস্ট্রেলিয়া। ক্যানবেরায় দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনি’র ঝড়ো ব্যাটিংয়ের সামনে বাংলাদেশের মেয়েরা যেন অসহায় ছিল ।
জবাবে এখন ব্যাটিং করতে মাঠে আছে বাংলাদেশের নারী দল । শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। ৯ ওভারেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১৯ রানের মাথায় ৮৫ রানে আউট হন মুর্শিদা খাতুন , এরপর ২৩ রানের মাথায় শামীমা সুলতানা, দলীয় ২৬ রানের মাথায় ১৩ রানে আউট হন সানজিদা ইসলাম।শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে বাংলাদেশ সংগ্রহ করে ১০৩ রান এবং এরি সাথে বিশ্বকাপে দ্বিতীয় বারের মতো পরাজয়ের গ্লানি মাথায় নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বাংলাদেশের একাদশঃ
শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, সানজিদা ইসলাম, নিগার সুলতানা (উইকেট রক্ষক), ফারগানা হক, রুমানা আহমেদ, ফাহিমা খাতুন, জাহানারা আলম, সালমা খাতুন (অধিনায়ক), নাহিদা আক্তার, খাদিজা তুল কুবরা।
অস্ট্রেলিয়ার একাদশঃ
অ্যালিসা হেলি (ডাব্লু), বেথ মুনি, অ্যাশলেইগ গার্ডনার, মেগ ল্যানিং (সি), রাচেল হেইনেস, এলিস পেরি, আনাবেল সুদারল্যান্ড, জেস জোনাসেন, নিকোলা কেরি, জর্জিয়া ওয়ারহ্যাম, মেগান শট।
সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়াঃ ১৮৯/১ (২০ ওভার)
(হিলি ৮৩, মুনি ৮১; সালমা ১/৩৯)
বাংলাদেশঃ ১০৩/৯ (২০ ওভার)
(ফারগানা হক ১১, নিগার সুলতানা ১৫)
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন