শিরোনাম

প্রচ্ছদ /   মুশফিক বন্দনায় টুইট ঝড়

মুশফিক বন্দনায় টুইট ঝড়

Avatar

মঙ্গলবার, ফেব্রুয়ারী ২৫, ২০২০

প্রিন্ট করুন

টেস্ট ক্যারিয়ারে তৃতীয় বারের মতো ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিক। তার ইনিংস থেমে যায় অপরাজিত ২০৩ রান করে। ট্রিপল সেঞ্চুরি করার ইচ্ছে ছিল মুশফিকের। সংবাদ সম্মেলনে এমনটাই জানান নিজে।

মিরপুরে নতুন এক রেকর্ড গড়েছেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটসম্যান। টেস্ট ক্যারিয়ারের যে নিজের তিন নম্বর ডাবল শতকের স্পর্শ পেয়েছেন। আগের চেয়ে দুইটি এসেছিল সেগুলো বিশেষজ্ঞ উইকেটকিপার হিসেবে। এবার বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে। ডাবল সেঞ্চুরি করার পরেই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

শেষবার যখন ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তখনও ট্রিপল সেঞ্চুরি করার সুযোগ ছিল মুশফিকের সামনে। গতবারের মতো এবারো সুযোগ ছিল সেটির। তবে ব্যক্তিগত যখন ২০৩ রানে তখন ইনিংস ঘোষণার ডাক আসে মুমিনুল থেকে। ব্যক্তিগতভাবে ট্রিপল সেঞ্চুরি করার ইচ্ছে ছিল না কিনা এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেন,

“তা তো অবশ্যই। আমার নিজেরও পরিকল্পনা ছিল (তিনশ করার)। আমি হয়ত আশা করি নাই ইনিংস ঘোষণা করবে। আমাদের হাতে আরও দুইদিন সময় ছিল, তারপরও মনে হয়েছে দলের চাহিদা সবসময় আগে। চা-বিরতিতেও এমন আলোচনা হয়নি। আধা ঘণ্টা আগে জানতে পেরেছি যে শেষদিকে ৮ ওভারের মতো ওদের দিব।”

মুশফিকের এমন সাফল্যে প্রশংসা করতে ভুলেনি আইসিসি ও বিসিবি।চলুন দেখে নেয়া যাক উল্ল্যেখযোগ্য টুইট সমুহ-

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন