ঢাকা প্লাটুন একাদশে এনামুল হকের উপস্হিতিতে আরেক উইকেটরক্ষক জাকের আলীর কপাল পুড়েছিল। তবে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন এই তরুণ উইকেটরক্ষক। বিশ্বস্ত গ্লাভসে ৬ টি ক্যাচ নিয়ে বিপিএলে এক ম্যাচে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ডে নাম লিখিয়েছেন এই তরুণ উইকেটরক্ষক।
ঢাকার ১৭৫ রানের জবাবে রাজশাহীকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার আফিফ হোসেন ও লিটন দাস। ৩ ওভারেই স্কোরবোর্ডে তারা যোগ করেন ৩৯ রান। বল হাতে এসেই দিশেহারা ঢাকাকে যেন পথ দেখালেন ওয়াহাব। আর ওয়াহাবের সাথী হলেন এনামুলের পরিবর্তে সাবস্টিটিউট হিসেবে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করা জাকের আলি।
নিজের প্রথম স্পেলে ত্রিপল উইকেটে দিলেন মেডেন ওভার। প্রথম বলে লিটন দাস, তৃতীয় বলে অলক কাপালি আর শেষ বলে শোয়েব মালিককে ফেরান তিনি। তিনটি উইকেটই তালুবন্দি করেন উইকেটরক্ষক জাকের আলী। অফসাইডে লাফিয়ে লিটন-কাপালিকে ফেরানোর পর লেগ সাইডে ক্যাচ লুফে নেন মালিকের। যেখানে শোয়েব মালিকের আউট আম্পায়ার না দিলেও আত্নবিশ্বাসী জাকের আলী রিভিউতে ফিরে যেতে হয় পাকিস্তানি অলরাউন্ডারকে।
এরপর লুইস রাইসের করা বলে উড়তে থাকা আফিফকে তালুবন্দি করে প্যাভিলিয়নের পথ দেখান জাকের। পরবর্তীতে হাসান মাহমুদের বলে এবার পদ্মার পাড়ের কাপ্তান রাসেলকেও তালুবন্দি করেন তিনি। তার ষষ্ঠ ক্যাচটি ছিল সেই শুরুর সাথী ওয়াহাব রিয়াজের বলে। যেখানে নাহিদুল ইসলামকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি।
সব মিলিয়ে উইকেটের পেছনে ৬ টি ক্যাচ নেন জাকের আলী। যা বিপিএল ইতিহাসে সর্বোচ্চ আর কোন টি-টোয়েন্টি ম্যাচে সাবস্টিটিউট উইকেটরক্ষকের সর্বোচ্চ ক্যাচ। সবমিলিয়ে উইকেটরক্ষক হিসেবে তৃতীয় সর্বোচ্চ ক্যাচ।
এ রেকর্ডে ৭ ক্যাচ নিয়ে সবার উপরে শ্রীলঙ্কার উপুল ফার্নান্দো। ২০১৫ সালে এ রেকর্ড গড়েন তিনি। দ্বিতীয়তে থাকা মুম্বাই উইকেটরক্ষক আদিত তারে ২০১৯ আইপিএলে নেন ৬ টি ক্যাচ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন