শিরোনাম

প্রচ্ছদ /   তিন ওভারে ৩১ মারমুখী মাহমুদুল্লাহ রিয়াদ দেখেনিন সর্বশেষ স্কোর

তিন ওভারে ৩১ মারমুখী মাহমুদুল্লাহ রিয়াদ দেখেনিন সর্বশেষ স্কোর

Avatar

সোমবার, অক্টোবর ২৮, ২০১৯

প্রিন্ট করুন

‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে চলছে শীর্ষ ক্রিকেটারদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। প্রথমে ব্যাট করতে নেমে লাল দল ধীরে এগোলেও এবার মারকুটে ব্যাটিং করছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

তিন ব্যাটসম্যানকে হারানোর পর লাল দলের ব্যাটিং দেখে যে কারো মনে হতো- এ বুঝি ওয়ানডেও নয়, টেস্ট ম্যাচের প্রস্তুতি! দুই ওপেনার সৌম্য সরকার লিটন দাস এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে হারানোর পর চাপ ভর করেছিল লাল দলের উপর।

আর সেই চাপ সামাল দিতে একটু বেশিই দেখেশুনে খেলছিলেন আফিফ হোসেন ধ্রুব ও মাহমুদউল্লাহ রিয়াদ। ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে দলের সংগ্রহ ছিল মাত্র ৪০। তবে এরপর হুট করেই মারমুখো হয়ে ওঠেন রিয়াদ। এই প্রতিবেদন লেখার সময় ১৩ ওভার শেষে দলের সংগ্রহ ৭১ রান, ৩ উইকেট হারিয়ে।শেষ তিন ওভারে নিয়েছে ৩১ রান।

এর আগে রবিবার (২৮ অক্টোবর) প্রথম প্রস্তুতি ম্যাচে ভারত সফরের টি-টোয়েন্টি দলের ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে গড়া লাল দল ৫০ রানের বড় ব্যবধানে হেরে যায় সবুজ দলের কাছে। সবুজ দলের ১৪৩ রানের জবাবে ৯৩ রানে গুটিয়ে যান সৌম্য-মুশফিক-রিয়াদরা।

প্রস্তুতি ম্যাচে ভারত সফরের টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা ক্রিকেটারদের পাশাপাশি রয়েছেন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) থেকে ডাক পাওয়া ৯ জন শীর্ষ ক্রিকেটার।

একনজরে প্রস্তুতি ম্যাচের দুই দল

সবুজ দল: ইমরুল কায়েস, লিটন দাস, নাইম শেখ, আরাফাত সানি, আল আমিন হোসেন, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিথুন, ইয়াসির রাব্বী, এবাদত হোসেন ও রিশাদ হোসেন।

লাল দল: লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু হায়দার রনি, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাইম হাসান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন