শিরোনাম

প্রচ্ছদ /   ওয়ানডে মেজাজে সেঞ্চুরি হাঁকালেন মাহমুদুল্লাহ

ওয়ানডে মেজাজে সেঞ্চুরি হাঁকালেন মাহমুদুল্লাহ

Avatar

রবিবার, অক্টোবর ২০, ২০১৯

প্রিন্ট করুন

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে সিলেট বিভাগ থেকে ১৫২ রানে এগিয়ে আছে ঢাকা মেট্রো। তৃতীয় দিন শেষে, নিজেদের দ্বিতীয় ইনিংসে মাহমুদউল্লাহ রিয়াদের নৈপুণ্যে ছয় উইকেটে ২২৫ রান করেছে মেট্রো।

আগের দিন বিনা উইকেটে পার করলেও এদিন শুরুতে তিন উইকেট পড়ে যায় মেট্রোর। ওপেনার নাঈম শেখকে (১০) বোল্ড করে ফেরান ইমরান আলী। আরেক ওপেনার রাকিন আহমেদকে (১৪) এনামুল হক জুনিয়র লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন।

এরপর শামসুর রহমানকে (১৭) ফিরিয়েছেন রেজাউর রহমান। এরপর আল আমিনকে সঙ্গ দিতে আসেন মাহমুদউল্লাহ। তবে এই জুটি বেশীক্ষণ টিকতে পারেনি। ১৩ রানে ফিরে যান আল আমিন।

দেখেশুনে খেলে এবারের জাতীয় লিগে টানা তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন মাহমুদউল্লাহ। ধীরে ধীরে সেঞ্চুরির দিকে এগিয়ে যান তিনি। তাঁকে সঙ্গ দিতে ব্যর্থ হয়েছেন উইকেটরক্ষক জাবিদ হোসেন (২৫) এবং এনামুল হক জুনিয়র (১০)।

তৃতীয় দিনের শেষ দিকে অবশ্য পেসার শহিদুল ইসলামের সঙ্গ পেয়েছেন ৯৫ রানে থাকা মাহমুদউল্লাহ। শহিদুল ব্যাটিং করছেন ২৯ রানে। ম্যাচের দ্বিতীয় দিন সিলেট বিভাগ তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ৩১৯ রানে। এর আগে ঢাকা মেট্রো তাদের প্রথম ইনিংসে করে ২৪৬ রান।আজকে ব্যাটে নেমেই দূর্দান্ত সেঞ্চুরি তুলে নিজের ১ম শ্রেণীর ক্যারিয়ারে আর ১টি সেঞ্চুরি তুলে নিলেন মাহমুদুল্লাহ।

সংক্ষিপ্ত স্কোরঃ-

ঢাকা মেট্রো প্রথম ইনিংসঃ ২৪৬/১০ (৮৩.৪ ওভার)
(মাহমুদউল্লাহ ৬৩, শহিদুল ৫৪; রেজাউর ৪/৭৫)

সিলেট বিভাগ প্রথম ইনিংসঃ ৩১৯/১০ (৮৪.৫ ওভার)
(জাকের ৭১, জাকির ৭১*; আবু হায়দার ৫/৫৫)

ঢাকা মেট্রো দ্বিতীয় ইনিংসঃ ২৫১/৭ (১০৯ ওভার)
(মাহমুদউল্লাহ ১০৬* ; ইমরান ২/৩৫)

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন