শিরোনাম

প্রচ্ছদ /   বাজে ফিল্ডিংয়ের যে শাস্তি অপেক্ষা করছে বাংলাদেশের

বাজে ফিল্ডিংয়ের যে শাস্তি অপেক্ষা করছে বাংলাদেশের

Avatar

রবিবার, জুলাই ২৮, ২০১৯

প্রিন্ট করুন

বিশ্বকাপে ফিল্ডিংয়ে বাংলাদেশের খুবই বাজে অবস্থা ছিল। হাত ফসকে অনেক ক্যাচ মিস হযেছে। অনেকগুরো বাউন্ডারি হয়েছে শুধু বাজে ফিল্ডিংয়ের কারণে। টাইগারদের সেই বাজে ফিল্ডিংয়ের ধারাবাহিকতা দেখা গেছে শ্রীলঙ্কা সিরিজেও। প্রথম ম্যাচেই যাচ্ছেতাই ফিল্ডিংয়ে অতিরিক্ত অনেক রান হয়েছে। কুশাল পেরেরার ক্যাচ মিস হওয়ায় তিনি শতকের দেখা পেয়েছেন। লঙ্কানরা বড় স্কোর দাঁড় করিয়েছিল যা টপকাতে ব্যর্থ হয়েছে তামিম বাহিনী।

দলের প্রধান কোচ, বোলিং কোচ, স্পিন কোচের ইতোমধ্যে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার ফিল্ডিং কোচের পরিবর্তনের বিষয়ে ভাবছে বিসিবি। এমনটাই জানালের বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। ফলে  ফিল্ডিং কোচ রায়ান কুকও বাদ পড়তে পারেন।

সভাপতি জানান এর আগে এ বিষয়ে কথা না বললেও শ্রীলঙ্কায় প্রথম ওয়ানডের পর কুকের পারফরম্যান্স নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, ‘ফিল্ডিং কোচ নিয়ে সভায় আলাপ হয়েছে। আপাতত আমাদের মাথায় ছিল না ফিল্ডিং কোচের ব্যাপারটা। আমাদের ধারণা ছিল ফিল্ডিং কোচ ভালো। যদিও বিশ্বকাপে দেখেছি আমাদের ফিল্ডিং একটা বড় মাথা ব্যথার কারণ ছিল। কিন্তু গতকালকের ম্যাচের পর, আর কী বলব… এরকম ফিল্ডিং, কল্পনাই করা যায় না।’

বোর্ড সভাপতি জানালেন, জাতীয় দলে জায়গা পেতে কেবল ব্যাটিং-বোলিং না এখন থেকে ফিল্ডিং কার কেমন তাও দেখা হবে। আমরা ভালো ব্যাটিং-বোলিং না করলে হয়তো বাদ দিয়ে দেই। ফিল্ডিংয়ে সেটা করা হয় না। আজকে সভায় আলোচনা হয়েছে যে ফিল্ডিং ভালো না করলেও এখন থেকে আর জায়গা হবে না। ফিল্ডিংও ভালো করতে হবে।’

‘আমরা প্রথম কাজ যেটি করব, ফিল্ডিং কোচের কাছে জিজ্ঞেস করব, এই অবস্থা হলো কি করে? বাংলাদেশ দলের ফিল্ডিং এত খারাপ ছিল না। আচমকা এরকম খারাপ হয়ে গেল কেন। আগে তার জবাব শুনব। তার পর সিদ্ধান্ত নেব নতুন ফিল্ডিং কোচ নেব কি নেব না।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন