শিরোনাম

প্রচ্ছদ /   মুসলিম বলেই শামি ৫ উইকেট পেয়েছিল

মুসলিম বলেই শামি ৫ উইকেট পেয়েছিল

Avatar

বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০১৯

প্রিন্ট করুন

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক আবার অলোচনায় এসেছেন। বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে আলোচনা-সমালোচনার মুখোমুখি হন তিনি। ভারত-পাকিস্তান কূটনীতি, রাজনীতি, সাম্প্রদায়িক, সবশেষ খেলাধুলাও বৈরি সম্পর্ক। এই চিরশত্রু ভারতের খেলোয়াড়দের নিয়ে মন্তব্য করে তিনি বিভিন্ন সময় সমালোচিত হয়েছেন। হার্দিক পান্ডিয়াকে কোচিং করানোর ইচ্ছা পোষণের পর এবার আরেক ভারতীয় পেসার মোহাম্মদ শামীকে নিয়ে মন্তব্য করেছেন তিনি।

বিশ্বকাপ চলাকালীন শামিকে নিয়ে মন্তব্য করেন রাজ্জাক। গ্রুপপর্বে ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে পরাজিত হয় ভারত। হারের দিনেও ৫ উইকেট তুলে নেন ভারতীয় পেসার শামি। মুসলিম বলেই ৫ উইকেট নিয়ে দুর্দান্ত পারফর্ম  করেছেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার।

এ মন্তব্যের কারণে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ট্রোলের শিকার হয়েছেন রাজ্জাক। নেটিজেনদের হাস্যরসের খোরাকে পরিণত হয় রাজ্জাকের হাস্যকর যুক্তি। সেই ঘটনার রেশ না কাটতেই ফের আলোচনায় এসেছেন তিনি।  ৩৯ বছর বয়সী পাক ব্যাটিং অলরাউন্ডার একটি টিভি অনুষ্ঠানের কথা শুনে অবাক হয়েছেন খোদ উপস্থাপকও। রাজ্জাক সেই অনুষ্ঠানে বলেন, পাঁচ-ছয় নারীর সঙ্গে গভীর সম্পর্ক ছিল তার। সেগুলোর আবার একেকটা সম্পর্কের মেয়াদ ছিল এক-দেড় বছর করে। তার কথা শুনে উপস্থাপক প্রশ্ন করেন, এ সম্পর্কগুলো কি বিয়ের আগে হয়েছিল? জবাবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার  নির্লিপ্তই উত্তর দিলেন, সব সম্পর্কই হয়েছে দাম্পত্য জীবন শুরু হওয়ার পর। ‍

উল্লেখ্য,  রাজ্জাক ২০১৩ সালে সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। পাকিস্তানের হয়ে  ২৬৫ ওয়ানডে খেলেছেন তিনি। করেছেন ৫ হাজার ৮০ রান, এছাড়া নিয়েছেন  ২৬৯ উইকেট। ৪৬ টেস্টে এক হাজার ৯৪৬ রানের পাশাপশি শিকার করেন ১০০ উইকেট। আর ৩২ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ‍৩৯৩ রান করেছেন। শিকার করেছেন ২০টি উইকেট।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন