ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল সানরাইজার্স হায়দরাবাদ আগামীকাল তাদের শততম (১০০) ম্যাচ খেলতে যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজিটির প্রথম অধিনায়ক কুমার সাঙ্গাকারা তাই বর্তমানের ওয়ার্নার-সাকিবদের জন্য একটি ভিডিওতে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।
আইপিএলের প্রাক্তন দল ডেকান চার্জার্সের বিদায়ের পরে আত্মপ্রকাশ করে সানরাইজার্স হায়দরাবাদ। ২০১২ সালে আত্মপ্রকাশ করা দলটি আইপিএলে খেলা শুরু করে ২০১৩ সাল থেকে। আইপিএলের দ্বাদশ এবং নিজেদের সপ্তম আসরে এসে শততম ম্যাচ খেলতে যাচ্ছে দলটি। আগামীকাল (১৪ এপ্রিল) রাত ৮টা ৩০মিনিটে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে নিজেদের শততম ম্যাচে মাঠে নামবে হায়দরাবাদ।
সানরাইজার্স হায়দরাবাদের প্রথম অধিনায়ক ছিলেন সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। ফ্র্যাঞ্চাইজিটির শততম ম্যাচের আগে নিজের প্রাক্তন দলের প্রতি শুভকামনা জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।হায়দরাবাদের প্রথম অধিনায়ক ভিডিও বার্তাতে বলেন,
‘শততম ম্যাচ খেলতে যাওয়ায় সানরাইজার্স হায়দরাবাদকে অভিনন্দন জানাই। চ্যাম্পিয়ন খেলোয়াড়দের নেতৃত্বের একটি চ্যাম্পিয়ন দল এটি। অবশ্য টম মুডির, যাকে আমি দ্য হফ বলি, অবদান ভোলার মতো নয়। হায়দরাবাদের খেলার সময় আমি দারুণ সময় কাটিয়েছি। আমার পক্ষ থেকে দলটির জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করছি, শততম ম্যাচটি তারা জয় দিয়েই স্মরণীয় করে রাখবে।’
আইপিএলের এবারের আসরে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে হায়দরাবাদ। যেখানে তাদের হার-জয়ের পাল্লা সমান সমান। অর্থাৎ ৩টি ম্যাচে জয় ও ৩টি ম্যাচে হার দলটির। আট দলের মধ্যে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে অবস্থান করছে তারা।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। অবশ্য প্রথম ম্যাচের পরে আর তিনি একাদশে সুযোগ পাননি। প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন না সাকিব। বোলিংয়ের সুযোগ পেলেও খুব একটা ভালো করতে পেরেছিলেন না।
২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে শিরোপা জয় করেছিল হায়দরাবাদ। সেই দলে ছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। সেই আসরে ইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও জিতেছিলেন বাংলাদেশের কাটার মাস্টার।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন