শিরোনাম

প্রচ্ছদ /   সাকিবের অভাব টের পেল সানরাইজার্সের বিপক্ষে স্যামসনের বিশ্বরেকর্ড

সাকিবের অভাব টের পেল সানরাইজার্সের বিপক্ষে স্যামসনের বিশ্বরেকর্ড

Avatar

শুক্রবার, মার্চ ২৯, ২০১৯

প্রিন্ট করুন

আইপিএলে সূচনাটা শুভ হয়নি সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদের। ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার দিনের একমাত্র ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নেমেছে সানরাইজার্স হায়দরাবাদ।

রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের অষ্টম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে ছয় উইকেটে হেরেছে সানরাইজার্স হায়দরাবাদ। সানরাইজার্স হায়দরাবাদ জয়ের পথে থাকলে কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেলের ১৯ বলে ৪৯ রানের বিধ্বংসী ইনিংসে ঘুরে যায় ম্যাচের মোড়।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচে চোটের কারণে খেলেননি অধিনায়ক কেন উইলিয়ামসন। তার পরিবর্তে অধিনায়কত্ব করেন ভুবনেশ্বর কুমার। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ফিরতে পারেন কেন উইলিয়ামসন। অনুশীলন করতে দেখা গিয়েছে তাকে।

কেন উইলিয়ামসন ফিরলে মধুর সমস্যায় পড়তে হবে সানরাইজার্স হায়দরাবাদকে। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার প্রথম ম্যাচেই খেলেছেন ৫৩ বলে ৮৫ রানের এক দারুণ ইনিংস।

৩৫ বলে ৩৯ রান করে তাকে সঙ্গ দিয়েছেন জনি বেয়ারস্টো। কেন উইলিয়ামসন ফিরলে বাদ পড়তে হতে পারে এ দুইজনের একজনকে। সেক্ষেত্রে জনি বেয়ারস্টোর একাদশের বাইরে থাকার সম্ভাবনা বেশি।

প্রথম ম্যাচে হেরেছে রাজস্থান রয়্যালসও। কিংস ইলিভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে ১৪ রানে পরাজিত হয়েছে তারা। কিংস ইলিভেন পাঞ্জাবের দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১৭০ রান করতে সক্ষম হয় রাজস্থান রয়্যালস।

ঐ ম্যাচে রাজস্থান রয়্যালসের জস বাটলারকে করা রবিচন্দ্রন অশ্বিনের মানকাডিং রান আউট নিয়ে এখনো ক্রিকেটপাড়ায় চলছে আলোচনা।

বল টেম্পারিংয়ের অভিযোগে নিষেধাজ্ঞা পাওয়া দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার আর স্টিভেন স্মিথ মুখোমুখি হচ্ছেন এ ম্যাচে। তাই এ ম্যাচের দিকে যেন রয়েছে দর্শকদের খানিক বাড়তি নজর।

সানরাইজার্স হায়দরাবাদ : ডেভিড ওয়ার্নার, জনি বেসট্রো , কেন উইলিয়ামসন (অধিনায়ক), বিজয় শঙ্কর, ইউসুফ পাঠান, মনিশ পান্ডে, নাদিম , রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কাউল এবং সন্দ্বীপ শর্মা।

রাজস্থান রয়্যালস : আজিঙ্কা রাহানে (অধিনায়ক), জস বাটলার ,সঞ্জু স্যামসন, স্টিভেন স্মিথ, বেন স্টোকস, রাহুল ত্রিপথি, কে গোথাম, শ্রেয়াস গোপাল, জোফরা আর্চার, জয়দেব উনাদকাট এবং ধাওয়াল কুলকারনি।

টসঃ টসে জিতে ব্যাটিং এর সিদ্বান্ত নিয়েছে রাজস্থান রয়্যালস ।
রাজস্থান রয়্যালসঃ ১৯৮ / ২ (২০.০ ওভার) আজিঙ্কা রাহানে ৭০ রান , জস বাটলার ৫ রান ,সঞ্জু স্যামসন ১০২ রান *(৫৫ বলে*) , বেন স্টোকস ১৬ রান *।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন