আজ রবিবার সকালে রাজশাহী সেনানিবাস বাংলাদেশ ইনফ্যানট্রি রেজিমেন্টের চার বীরকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে দেশের যে কোন হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
আজ (৩ মার্চ) রবিবার সকালে রাজশাহী সেনানিবাসে আয়োজিত ৭, ৮, ৯ ও ১০ নম্বর কন্টিনজেন্টের বীরদের কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।
এ সময় কর্মদক্ষতা, কঠোর অনুশীলন আর নিষ্ঠার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ইনফ্যানট্রি রেজিমেন্টের বীরকে মর্যাদাপূর্ণ জাতীয় পতাকা প্রদান করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে এই বীরদের।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন