নাঈমের প্রথমঃ
সপ্তম ওভারের তৃতীয় বলে রংপুর শিবিরে আঘাত হানেন তরুণ অফ স্পিনার নাঈম হাসান। ইংলিশ ব্যাটসম্যান বেনি হাওয়েলকে আবু জায়েদ রাহির হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান তিনি। নাঈমের করা বলটি সুইপ করতে গিয়ে ব্যাটের কানায় লেগেে শর্ট ফাইন লেগ অঞ্চলে রাহির তালুবন্দি হন তিনি। ফলে এই রিপোর্ট লেখা পর্যন্ত রংপুরের স্কোর দাঁড়িয়েছে ৫ উইকেটে ২৮ রান।
ফ্রাইলিঙ্কের তৃতীয়ঃ
নিজের করা প্রথম ওভারেই অ্যালেক্স হেলস এবং মোহাম্মদ মিঠুনের উইকেট দুটি তুলে নেয়ার পর দ্বিতীয় ওভারে আবারো রংপুর শিবিরে আঘাত হানেন ভাইকিংসদের প্রোটিয়া রিক্রুট রব্বি ফ্রাইলিঙ্ক। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে মেহেদি মারুফকে সাজঘরে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট শিকার করেন তিনি। ফ্রাইলিঙ্কের করা বলটি ফ্লিক করতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে সানজামুল ইসলামের হাতে ধরা পড়েন মারুফ।
রংপুর শিবিরে রাহির আঘাতঃ
ফ্রাইলিঙ্কের পর তৃতীয় ওভারে বোলিং করতে এসে পঞ্চম বলেই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রুশোকে আউট করে ফেরান ভাইকিংস পেসার আবু জায়েদ রাহি। স্লিপে খেলতে গিয়েছিলেন প্রোটিয়া এই ব্যাটসম্যান। কিন্তু ঠিক মতো ব্যাটে বলে না হওয়ায় উইকেটরক্ষক মোহাম্মদ শাহ্জাদের হাতে ধরা পড়েন তিনি। ফলে মাত্র ৭ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে।
শুরুতেই বিপদে মাশরাফিরাঃ
বিপিএলের উদ্বোধনী ম্যাচে টসে হেরে ব্যাটিং করতে নেমেই বিপদের মুখে পড়েছে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স। দ্বিতীয় ওভারের বোলিংয়ে এসেই দ্বিতীয় বলে ইংলিশ তারকা ওপেনার অ্যালেক্স হেলসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন চিটাগাং ভাইকিংসের প্রোটিয়া রিক্রুট রব্বি ফ্রাইলিঙ্ক।
ফলে নিজের অভিষেক বিপিএলেই গোল্ডেন ডাকের শিকার হতে হলো হেলসকে। একই ওভারের চতুর্থ বলে মোহাম্মদ মিঠুনের স্ট্যাম্প উড়িয়ে নিজের দ্বিতীয় শিকার তুলে নেন তিনি।
রংপুর রাইডার্সঃ ৩৫/৭
চিটাগাং ভাইকিংস একাদশঃ
মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, সিকান্দার রাজা, রব্বি ফ্রাইলিঙ্ক, নাঈম হাসান, সানজামুল ইসলাম, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ।
রংপুর রাইডার্স একাদশঃ
অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), রাইলি রুশো, মেহেদি মারুফ, রবি বোপারা, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সোহাগ গাজি, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন