সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ২২ আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ২৯৯ আসনের মধ্যে ঘোষিত ২২টিতে ইতোমধ্যে বিপুল ব্যবধানে জয় পেয়েছে আওয়ামী লীগ।অন্যসব আসনে গুলোতেও আওয়ামী লীগের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। তবেমাত্র একটি আসনে এগিয়ে আছেন ঐক্যফ্রন্টের এক প্রার্থী।
এদিকে, মৌলভীবাজারে-২ আসনের ২২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ১০ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছেন জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী সুলতান মনসুর। ২২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ধানের শীষের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ পেয়েছেন ২২৯৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোটের প্রার্থী এম এম শাহীন পেয়েছেন ১২৮৪৩ ভোট।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন