নড়াইল-২ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বৃহস্পতিবার স্ত্রী সুমনা হক সুমীকে সাথে নিয়ে লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভা শেষে ফেরার পথে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ডিবি পুলিশের এক কর্মকর্তা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
ওই পুলিশ কর্মকর্তার নাম মোঃ মনির হোসেন(৪০) তার বাড়ী যশোর জেলার বাঘারপাড়া উপজেলায়। তিনি নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের এ এস আই পদে কর্মরত ছিল। তার মৃত্যুর খবর শুনে মাশরাফি নির্ধারিত কর্মসূচী স্থগিত করে দ্রুত হাসপাতালে ছুটে আসেন। এ সময় মৃত কর্মকর্তাকে দেখে অঝোরে কাঁদলেন মাশরাফি ও ডিবি পুলিশের অন্য সদস্যসহ উপস্থিত অনেকে।
বৃহস্পতিবার সকালে মাশরাফি বিন মর্তুজা তার স্ত্রী সুমনা হক সুমীসহ অন্যান্য নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী এলাকার হবখালী, মিঠাপুর, নলদী,ব্রামনডাঙ্গা,কলাগাছী,কাশিপুর বোর্ড অফিস, জয়পুর স্লুইজগেট হয়ে দুপুরে দেবী-সত্রহাজারী শ্বশুরবাড়ী এলাকায় নির্বাচনী পথসভা করেন।
বিকালে সেখান থেকে লোহাগড়ায় ফেরার সময় তার সাথে থাকা জেলা ডিবি পুলিশের এ এস আই মোঃ মনির হোসেন হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ আনা হলে কর্তব্যরত ডাক্তার মুহাইমিন জিসান তাকে মৃত ঘোষনা করেন। এ সময় হাসপাতালে উপস্থিত মাশরাফি ও ডিবি পুলিশসহ অনেকের কান্নায় ভেঙ্গে পড়েন।
হাসপাতাল চত্বর হৃদয় বিদারক দৃশ্যের অবতারন হয়। হাসপাতালে প্রায় দুই ঘন্টা অপেক্ষার পর সন্ধ্যায় নেতা-কর্মীদের বিশেষ অনুরোধে পূর্ব নির্ধারিত কুন্দশীর মোড়, মল্লিকপুর, করফার মোড়, ইতনা, রাধানগর ,পাংখারচর লোহাগড়া পৌরসভার আর এল পাশা স্কুল মাঠের পথসভায় বক্তব্য রাখেন।
সারা দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে কোন প্রকার বিরতি ছাড়া চলে বিকাল ৪টা পর্যন্ত।বড় ধরণের সহিংসতা না হলেও বিভিন্ন জেলা থেকে নির্বাচনী সহিংসতার বিচ্ছিন্ন কিছু খবর পাওয়া গেছে।নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে দাবী ভারতীয় পর্যবেক্ষক দলের প্রধান এর।
নড়াইল ২ আসনে সর্বশেষ পাওয়া ফলাফলে এগিয়ে মাশরাফি। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে নৌকা প্রতীকে ১৬৬১ আর ধানের শীষ প্রতীকের ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছে ৬৪ ভোট। ১৪০ মধ্যে একটি কেন্দ্রে ফলাফলে এগিয়ে রয়েছেন মাশরাফি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন