শিরোনাম

প্রচ্ছদ /   আজ বিকেলে যে কারণে হঠাৎ জরুরী সংবাদ সম্মেলন ডেকেছেন ড. কামাল

আজ বিকেলে যে কারণে হঠাৎ জরুরী সংবাদ সম্মেলন ডেকেছেন ড. কামাল

Avatar

শনিবার, ডিসেম্বর ২৯, ২০১৮

প্রিন্ট করুন

রাত পোহালেই উৎসব মুখর ভোটগ্রহণ শুরু হবে। এদিকে ভোটগ্রহণকে কেন্দ্র করে বিকেলে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।শনিবার (২৯ ডিসেম্বর) বিকেল চারটায় পল্টনে জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ফ্রন্টের আহ্বায়ক গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বক্তব্য রাখবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে ১৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু। ওইদিন সন্ধ্যা ছয়টার পর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়া হয়।

এ সময় বিএনপি, জেএসডি ও নাগরিক ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।সেদিন সূচনা বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, এই ঐক্য কোনো দলের স্বার্থে নয়। জাতীয় স্বার্থে এই ঐক্য করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন