পুলিশকে ঘুষ দিতে গিয়ে আটক হয়েছেন নড়াইল-১ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট পরিচয় দেয়া এক ব্যক্তি।বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাকে সদর থানা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন নড়াইল সদর থানার ওসি মো.ইলিয়াছ হোসেন।
আটককৃত ব্যক্তির নাম মো. রিয়াজুল ইসলাম। তিনি নড়াইল পৌর সভার মহিষখোলা গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে বলে জানা গেছে।
সদর থানার ওসি মো.ইলিয়াছ হোসেন বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে থানায় এসে মো. রিয়াজুল ইসলাম নিজেকে নড়াইল-১ আসনের বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচনী এজেন্ট বলে পরিচয় দেয়।এ সময় তিনি পকেট থেকে নগদ ৫০ হাজার টাকা বের করে এ টাকা সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি পাঠিয়েছেন বলে জানান।
এ ঘটনায় জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম দাবি করেন, রিয়াজুল ইসলাম নামে কোনো ব্যক্তি নড়াইল বিএনপি কিংবা সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত নয়।
দল এবং আমার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিপক্ষ শক্তি এ কাজ করেছে বলে তিনি দাবি করেন।রিয়াজুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন