শিরোনাম

প্রচ্ছদ /   শেষ মুহুর্তে এসে জাতীয় পার্টিকে আসন ছেড়ে সমর্থন দিল বিএনপি নেত্রী

শেষ মুহুর্তে এসে জাতীয় পার্টিকে আসন ছেড়ে সমর্থন দিল বিএনপি নেত্রী

Avatar

শুক্রবার, ডিসেম্বর ২৮, ২০১৮

প্রিন্ট করুন

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলামকে সমর্থন দিয়েছে বিএনপি। এ আসনে বিএনপি তথা ঐক্যফ্রন্টের চূড়ান্ত প্রার্থী ছিলেন আবু আশফাক। কিন্তু উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ সংক্রান্ত ইস্যুতে উচ্চ আদালত তার প্রার্থিতা বাতিল করে।

বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।ঢাকা-১ আসনটিতে বিএনপি বা ঐক্যফ্রন্টের কোনো প্রার্থী না থাকায় বর্তমান সংসদ সদস্য সালমা ইসলামকে সমর্থন দিলো ঐক্যফ্রন্ট। বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলাম মোটরগাড়ি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি শিল্পপতি ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের স্ত্রী।

অন্যদিকে, এই আসনে সালমা ইসলামের প্রতিদ্বন্দ্বী হলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও নৌকা প্রতীকের সালমান এফ রহমান। তিনি বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান।

এ ছাড়া, বগুড়া-৭ আসনে রেজাউল করিম ও জয়পুরহাট-১ আসনে আলেয়া বেগমকে সমর্থন দিয়েছে বিএনপি। পর্যায়ক্রমে বাকি শূন্য আসনগুলোতেও প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন শায়রুল কবির খান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন