মিরপুরে উইন্ডিজ-বাংলাদেশের মধ্যকার সিরিজের শেষ টি-টুয়েন্টিতে বিতর্কের জন্ম দিয়েছেন আম্পায়ার তানবির আহমেদ। উইন্ডিজ পেসার ওশেন থমাসকে একওভারে দুটি নো-বল দিয়েছিলেন তিনি। কিন্তু টেলিভিশন রিপ্লেতে সেখানে দেখা যাচ্ছিল দাগের মধ্যেই পা ছিল তাঁর।
ওভারের শেষ বলে, মিড অফ ফিল্ডারের হাতে ক্যাচ তোলেন লিটন। কিন্তু আম্পায়ার তানভির আহমেদ নো বলের সিগনাল দেন, যা চতুর্থ ওভারের দ্বিতীয় নো বল। এরপরই শুরু হয় বিতর্ক।
উইন্ডিজ দলপতি কার্লোস ব্র্যাথওয়েট প্রথমে রিভিউ নেন নো বলের বিপক্ষে, এরপর ম্যাচ রেফারির কাছে যান। পরে লিটনকে আউট দেয়ার পর পরবর্তীতে ১০ মিটিং খেলা বন্ধ থাকার পর লিটনকে আবারও নো বল দিয়ে ফ্রি হিট ঘোষণা করা হয়।
এবারই প্রথম মাঠে বিতর্কের জন্ম দেন নি আম্পায়ার তানবির আহমেদ। এর আগে ২০১৫ সালের বিপিএলে সাকিব আল হাসানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন তিনি। সেবার বিপিএলের নয় নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল সাকিব আল হাসানের রংপুর রাইডার্স ও মুশফিকুর রহিমের সিলেট সুপারস্টার্স।
রংপুর রাইডার্সের পেসার থিসারা পেরেরার করা ১৩তম ওভারের শেষ বল সিলেটের অধিনায়ক মুশফিকুর রহিম ব্যাট ও গ্লাভসের কাছ ঘেঁষে বল চলে যায় উইকেট রক্ষক মোহাম্মদ মিথুনের হাতে। কিন্তু তানবির সাফ জানিয়ে দেন নট আউট।
এরপর অধিনায়ক সাকিব আল হাসান এসে আম্পায়ারের সাথে তর্কে জড়িয়ে পরেন। বিপিএল ছাড়াও ঘরোয়া ক্রিকেটেও তানবির আহমেদের আম্পায়রিং নিয়ে প্রশ্ন উঠেছে বেশ কয়েকবার। এবার আন্তর্জাতিক ক্রিকেটেও বিতর্কের জন্ম দিলেন তিনি।তবে তার এই বার বার বিতর্কিত আম্পায়ারের কারণে তিনি নিষিদ্ধ ও হতে পারেন বলে মনে করছেন আইসিসি কর্মকর্তা।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন