শিরোনাম

প্রচ্ছদ /   বারছে সৌম্যের ঝড়ের গতি বিশাল এক ছক্কা তার ব্যাটে দেখে নিন সর্বশেষ স্কোর

বারছে সৌম্যের ঝড়ের গতি বিশাল এক ছক্কা তার ব্যাটে দেখে নিন সর্বশেষ স্কোর

Avatar

সোমবার, নভেম্বর ১৯, ২০১৮

প্রিন্ট করুন

চট্টগ্রামে এম এ আজিজ ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে টসে হেরে প্রথমে বল করছে বিসিবি একাদশ। শুরুতেই শফিউলের দুর্দান্ত বলে ব্র্যাথওয়েট কে আউট করে উইন্ডিজের প্রথম উইকেটের পতন ঘটায় বাংলাদেশ।

বিসিবি একাদশের বিপক্ষে চার দিনের প্রস্তুতি ম্যাচে আজ প্রথমে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ দল। প্রথম দিন ব্যাট করতে নেমে শুরুতে টাইগারদের বোলিং তোপে চাপে পড়ে উইন্ডিজ দল। তবে এরপর নিজেদের সামলে নেয় তারা।

বিসিবি একাদশের হয়ে শফিউল ১ উইকেট, রাব্বি ১ উইকেট, নাঈম ২ উইকেট, সৌম্য ১ উইকেট ও রুবেল ১ উইকেট শিকার করেছেন। ৮৬.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৩ রান করেই প্রথম দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ দল।

ওয়েস্ট ইন্ডিজ – ৩০৩/৬, পোল ২১*, রেইফার ১৪*।
ওভার ৮৬.৩, শফিউল ১ উইকেট, রাব্বি ১ উইকেট, নাঈম ২ উইকেট, সৌম্য ১ উইকেট, রুবেল ১ উইকেট।বাংলাদেশঃ ৫৯/০ওভারঃ ১৮ সৌম্যঃ ৩৩ রান ৫ চার ১ ছয় সাদমানঃ ২৫ রান ৩ চার

বিসিবি একাদশঃ
রুবেল হোসেন (অধিনায়ক)সৌম্য সরকার,জাকির হোসেন,মিজানুর রহমান,ফজলে মাহমুদ,ইবাদত হোসেন,সাদ্দাম ইসলাম,নাজমুল হোসেন শান্ত,নাঈম হাসান,শরিফুল ইসলাম,রবিউল হক।

উইন্ডিজ একাদশঃ
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), সুনীল আমব্রিস, দেবেন্দ্র বিশু, রস্টন চেজ, শেন ডওরিচ, শিমরন হেটমায়ার, শাই হোপ, কিমো পল, কাইরন পাওয়েল, রেইফন রেইফার, জোমেল ওয়ারিকেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন