শিরোনাম

প্রচ্ছদ /   চতুর্থ পজিশনে বাংলাদেশ আর পজিশনে সবার শেষে অস্ট্রেলিয়া

চতুর্থ পজিশনে বাংলাদেশ আর পজিশনে সবার শেষে অস্ট্রেলিয়া

Avatar

রবিবার, নভেম্বর ৪, ২০১৮

প্রিন্ট করুন

২০১৮ সালে খেলা ওয়ানডে ম্যাচগুলোতে ৬৪.৭০ শতাংশ ম্যাচ জিতেছে বাংলাদেশ দল। আর শতকরা হিসেবে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারতের পরেই অবস্থান করছে বাংলাদেশ দল।

চলতি বছরে মোট ১৭ টি ওয়ানডে খেলেছে টাইগাররা। এরমধ্যে হেরেছে ছয়টি ম্যাচে। বাকী সবগুলোতেই জয়ের দেখা পেয়েছে মাশরাফি বিন মর্তুজার দল।আর এতে করেই চলতি বছরে সবচেয়ে বেশি জয়ের হারের তালিকায় চতুর্থতে বাংলাদেশ। তালিকায় সবার আগে ইংল্যান্ডের নাম। এই বছরে ৭৩.৯১ শতাংশ ওয়ানডে ম্যাচে জিতেছে তাঁরা।

দ্বিতীয়তে নিউজিল্যান্ড, শতকরা ৭০ ভাগ ম্যাচেই জয় তুলে নিয়েছে তাঁরা। একই পরিমাণ জয়ের হার নিয়ে তৃতীয়তে অবস্থান করছে এশিয়া কাপ জয়ী ভারত। এরপরেই অবস্থান করছে বাংলাদেশ।

তালিকায় সবার নিচে আছে অস্ট্রেলিয়ার নাম! মাত্র ৯.০৯ শতাংশ ম্যাচ জিতেছে দলটি। যা কিনা হংকং (১৬.৬৬%), জিম্বাবুয়ে (১৯.২৩%), এমনকি পাপুয়া নিউগিনি (২৫%) থেকেও কম!

২০১৮ সালে খেলা ওয়ানডে গুলোতে জয়ের হারের তালিকাঃ-

১। ইংল্যান্ড- ৭৩.৯১% ২। নিউজিল্যান্ড- ৭০% ৩। ভারত- ৭০% ৪। বাংলাদেশ- ৬৪.৭০% ৫। আয়ারল্যান্ড- ৬১.৫৩% ৬। আফগানিস্তান- ৬০% ৭। দক্ষিণ আফ্রিকা- ৫৩.৩৩% ৮। নেদারল্যান্ডস- ৫০% ৯। পাকিস্তান- ৪৬.৬৬% ১০। উইন্ডিজ- ৪৬.৬৬% ১১। স্কটল্যান্ড- ৪৫.৪৫% ১২। শ্রীলংকা- ৩৭.৫০%  ১৩। আরব আমিরাত- ৩৬.৩৬% ১৪। নেপাল- ৩৩.৩৩% ১৫। পাপুয়া নিউগিনি- ২৫% ১৬। জিম্বাবুয়ে- ১৯.২৩% ১৭। হংকং- ১৬.৬৬% ১৮। অস্ট্রেলিয়া- ৯.০৯%

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন