জিম্বাবুয়ে সিরিজে পঞ্চপান্ডবের সবার উপস্থিতি না থাকায় দলে নতুন অনেকেই যায়গা পেয়েছেন। এটাই হয়ত নিজেদের প্রমাণ করা উপযুক্ত সময় যারা নতুন সুযোগ পেলেন। জিম্বাবুয়ের বিপক্ষে ওপেনিং করবেন যে দুই টাইগার।
ওপেনার তামিম ইকবাল না থাকায়, ওপেনিংয়ে বড়সড় পরিবর্তন থাকবে তা আগেই জানাছিল। তবে দেশের একটি দৈনিক পত্রিকা বলছে, ফজলে মাহমুদ রাব্বি, ব্যাটিং অলরাউন্ডার, ব্যাট হাতেই তার সাফল্য বেশি, পাশাপাশি বল হাতেও আছে দূর্দান্ত সাফল্য, সাকিবের পরিবর্তে রাব্বিকে বিবেচনা করা হলেও আসন্ন জিম্বাবুয়ে সিরিজে লিটনের সাথে ওপেনিংয়ে দেখা যাবে এই হার্ডহিটার ব্যাটসম্যানকে।
সেখানে আরো বলা হয়, আসন্ন জিম্বাবুয়ে সিরিজে টপ অর্ডারে ব্যাট করবেন, এমন আভাস পাওয়া গেলেও লিটনের সাথে ওপেনিংয়ে নামবেন রাব্বি, এমনটাই ইঙ্গিত ম্যানেজমেন্টের, ওপেনিং সমস্যা কাটাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হবে, শান্ত দলে থাকলেও রাব্বির ওপেন করা এখন অনেকটাই নিশ্চিত।
কিন্তু এখন সব জল্পনা-কল্পনা শেষে জানা বিসিবির কাছ থেকে জানা গেল জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের হয়ে ওপেনিং করবে লিটন এবং রাব্বি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন