দীর্ঘদিন পর জাতীয় দল থেকে বাদ পড়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান। সং হীনতায় কারণসহ বিতর্কিত কিছু কারণ এই এশিয়া কাপের মন থেকে বাদ পড়েছেন সাব্বির।
এ নিয়ে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, ‘যে জিনিসটা করা উচিত না একটা খেলোয়াড়ের, আমরা মনে করি সে যদি বারবার সেটা রিপিট করতে থাকে শাস্তি দেওয়ার পরেও তখন তো আমাদের সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোনো পথ নাই।’
এরপর বিসিবির সভাপতি বললেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত আমার কাছে একটাই। ন্যাশনাল টিমে নাই। সে জাতীয় দলে খেলতে পারবে না। এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট যদি কেউ খেলতে না পারে এর চেয়ে বেশি আর কি করতে পারব আমরা বলেন।’
শুধু এ বাস নয় এর আগে বহুবার মাঠের বাইরে সংবাদ এর প্রধান শিরোনাম হয়েছেন সাব্বির রহমান। দর্শক পেটানোর থেকে শুরু করে হোটেল রুমে নারী কেলেঙ্কারি। অনেক অভিযোগ রয়েছে সাব্বির রহমান এর বিপক্ষে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন