শিরোনাম

প্রচ্ছদ /   সবাইকে চমকে ইংল্যান্ডের যে দুই ক্রিকেটাকে দলে নিল খুলনা

সবাইকে চমকে ইংল্যান্ডের যে দুই ক্রিকেটাকে দলে নিল খুলনা

Avatar

বৃহস্পতিবার, অক্টোবর ১১, ২০১৮

প্রিন্ট করুন

চারজন করে ধরে রাখা যাবে আগামী বিপিএলের জন্য। সে অনুযায়ী বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে তালিকাও জমা দিয়ে দিতে হয়েছে ফ্রাঞ্চাইজিগুলোকে।শুধু তাই নয়, এবার দু’জন আইকন ক্রিকেটারও পরিবর্তন করা হয়েছে।

সৌম্য সরকার এবং সাব্বির রহমানকে বাদ দিয়ে নতুন আইকন করা হয়েছে মোস্তাফিজুর রহমান এবং লিটন কুমার দাসকে। যে কারণে আইকনও পরিবর্তন করতে হয়েছে কয়েকটি ফ্রাঞ্চাইজিকে।

তবে বিপিএলের নতুন প্লেয়ার ড্রাফটের আগে ২জন করে বিদেশি ক্রিকেটারকে দলভুক্ত করতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো। নিয়ম হচ্ছে, দু’জন করে বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার পরই বিপিএল কর্তৃপক্ষের কাছে নাম জমা দিতে হবে ফ্রাঞ্চাইজিগুলোকে। যাতে করে তাদের নাম বাদ দিয়েই প্লেয়ার ড্রাফট আয়োজন করা যায়।

বিদেশি দুই ক্রিকেটার হিসেবে চুক্তি করেছে ইংল্যান্ডের ব্যাটসম্যান ডেভিড মালান এবং পেস বোলিং অলরাউন্ডার লুইস গ্রেগরির সঙ্গে। খুলনার তথ্য দিয়েছেন, দলটির মিডিয়া ম্যানেজার মিনহাজ উদ্দিন খান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন