বিপিএলে আইকনসহ পুরোনো খেলোয়াড় ধরে রাখা যায় সর্বোচ্চ চারজন। এজন্য আগের বারের খেলোয়াড়দের আবারও দলে টানার কাজ ইতিমধ্যেই সেড়ে ফেলেছে ফ্রাঞ্চাইজিগুলো।বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে খেলোয়াড়দের তালিকা জমা দিয়েছে তারা। সৌম্য ও সাব্বিরের বদলে মুস্তাফিজ ও লিটন দাসকে নতুন দুই আইকন ক্রিকেটার করায় এবারের আসরে আইকন পরিবর্তন করতে হয়েছে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজিকে।
সেইসাথে ২জন করে বিদেশি ক্রিকেটারকে দলে রাখা যাবে বলে জানিয়েছিল বিপিএল কর্তৃপক্ষ। নিয়মানুযায়ী দু’জন করে বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার পরই বিপিএল কর্তৃপক্ষের কাছে নাম জমা দিতে হবে ফ্রাঞ্চাইজিগুলোকে। যাতে করে তাদের নাম বাদ দিয়েই প্লেয়ার ড্রাফট আয়োজন করতে পারে তারা।
সেজন্য ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স তাদের বিদেশি ক্রিকেটার হিসেবে চুক্তি করেছেন মারকাটারি ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলস এর সাথে। এর মাধ্যমে প্রথমবারের মতো বিপিএলে অংশ নিতে যাচ্ছে এ তারকা ক্রিকেটার। অন্যদিকে এবি ডিভিলার্সকেও তাদের দলে ভেড়ানোর গুঞ্জন উঠেছে ক্রিকেটমহলে।
এবার গত আসরের ফাইনালিস্ট ঢাকা ডায়নামাইটসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এমনটাই দাবী করেছে অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ। ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন তাদের এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এর আগেও ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছেন ক্যারিবিয়ান এই তারকা। তবে ডোপ টেস্টে পজিটিভ হয়ে এক বছর নিষিদ্ধ থাকায় বিপিএলের গত আসরে অংশ নিতে পারেননি তিনি। সেই ধকল কাটিয়ে উঠে আবারও ঢাকায় ফিরছেন রাসেল!
গতবারের খেলোয়াড়দের মধ্য থেকে সুনিল নারিন, কাইরন পোলার্ড এবং রভম্যান পাওয়েলকে রেখে দিয়েছে ফ্রাঞ্চাইজিটি। নতুন করে রাসেলের যোগদানে যেন ক্যারিবীয়দের মেলা বসতে যাচ্ছে ঢাকায়। অন্যদিকে দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটসম্যান জেসন রয়ের সঙ্গে ঢাকা চুক্তি করেছে বলেও দাবী সংবাদমাধ্যমটির।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন