শিরোনাম

প্রচ্ছদ /   আশরাফুলের ব্যাটে আবারো দূর্দান্ত ইনিংস দেখে নিন কত রান করে আউট হলেন

আশরাফুলের ব্যাটে আবারো দূর্দান্ত ইনিংস দেখে নিন কত রান করে আউট হলেন

Avatar

মঙ্গলবার, অক্টোবর ৯, ২০১৮

প্রিন্ট করুন

ফতুল্লায় দিনের আরেক হাইভোল্টেজ ম্যাচে ঢাকা মেট্রোর আরাফাত সানি ও আশরাফুলের দুর্দান্ত বোলিংয়ে বিপাকে ঢাকা বিভাগ। টায়ার-২ এ ঢাকা ডার্বির এই ম্যাচে ৭টি উইকেট নিয়েছেন আরাফাত সানি এবং আশরাফুল নিয়েছে ২টি উইকেট।

তাদের দুর্দান্ত বোলিংয়ে ঢাকা বিভাগ মাত্র ২০৬ রানেই গুটিয়ে যায়। দলীয় ৬১ থেকে ৭৪ রানের মধ্যেই চারটি উইকেট যায় ঢাকা বিভাগের।এরপর তাইবুরের ৮৮ ও মোশাররফের ২৭ রানের ইনিংসে ২০৬ রানে থামে ঢাকা ডিভিশনের প্রথম ইনিংস। তবে ভয়ংকর হয়ে ওঠা তাইবুকে ৮৮ রানে ফেরান মোহাম্মদ আশরাফুল।

বল হাতে আজ দূর্দান্ত ছিলেন আশরাফুল। মোট ১২ ওভার বল করে মাত্র ১৯ রান খরচে একাই তুলে নিয়েছে ২টি গুরুত্বপূর্ন উইকেট।এরপর ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষ পর্যন্ত ১৩ ওভার মোকাবেলা করে কোন উইকেট না হারিয়ে ২৬ রান নিয়ে দিন শেষে করে ঢাকা মেট্রো।

ছবিঃ ফিট থাকা পর্যন্ত খেলবেন মাশরাফি

দ্বিতীয় দিনের শুরুতে অবশ্য ব্যাট করতে নেমেই ওপেনার সৈকত আলিকে হারিয়ে বসে মেট্রো। ২২ রানে এই ওপেনারের বিদায়ের পর মার্শাল আইয়ুব এবং শামসুর রহমানও দ্রুত সাজঘরে ফেরেন। তিন ব্যাটসম্যানের বিদায় সাদমানকে সঙ্গ দিতে নেমে ছিলেন মোহাম্মাদ আশরাফুল।

ছবিঃ ঘরোয়া লীগে আশরাফুল

সাদমান ও আশরাফুল মিলে ঢাকা মেট্রোকে বিপদ থেকে উদ্ধার করে। তারা দুই জন মিলে ১৩৪ রানে জুটি করে চা বিরতিতে যান। সাদমান ১০২ ও আশরাফুল ৪৬ রান করেন। কিন্তু চা বিরতির পর আশরাফুল আর মাত্র ১ রান যোগ করে ৪৭ রানে আউট হন। তিনি ৪টি চার ও ১টি ছয় মারেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন