শিরোনাম

প্রচ্ছদ /   কেবল একটি পাতা ব্যবহারে আপনার ঠোঁট গলাপি করে তুলুন

কেবল একটি পাতা ব্যবহারে আপনার ঠোঁট গলাপি করে তুলুন

Avatar

রবিবার, মে ২৭, ২০১৮

প্রিন্ট করুন

কটিমাত্র পাতা ব্যবহার করে আপনার ঠোঁট গলাপি করে তুলুন- প্রায় সবারই একটা সমস্যা হয়ে থাকে সেটা হল ঠোঁটের সমস্যা। যেমন ঠোঁট ফাটা বা ঠোঁট কালো হয়ে যাওয়া, যদি আপনি ধূমপান করেন তাহলে আপনি এই সমস্যায় অবশ্যই ভুগে থাকবেন।

আমরা ঠোঁট ভালো রাখার জন্য অনেক কসমেটিক ব্যবহার করে থাকি কিন্তু সেগুলিতে সেরকম ভাল কাজ হয় না। আজকে আমি আপনাদের এমন একটি প্রাকৃতিক উপাদান বলব যার দ্বারা আপনি আপনার ঠোঁট ভালো রাখতে পারবেন এবং গোলাপি করতে পারবেন।

ধনেপাতা :- ধনেপাতা পাওয়ার খুব একটা কঠিন না। প্রায় সব জায়গায় ধনেপাতা পাওয়া যায় । আপনি কেবলমাত্র এটা ব্যবহার করে আপনার অনেক সুন্দর রাখতে পারবেন এবং গোলাপী করতে পারবেন।

কিভাবে ব্যবহার করবেন?:- প্রথমে আপনি একগুচ্ছ ধনেপাতা ভালো করে ধুয়ে নেবেন ।তারপর একটি পরিষ্কার পাত্রে এই ধনেপাতা কে ভালো করে থেতো করে নেবেন এবং প্রত্যেক দিন রাতে ঘুমোনোর আগে এই উপাদানটি কে নিয়ে আপনার ঠোঁটে ভালো করে মালিশ করবেন।

এভাবে মালিশ করার পর ১৫ থেকে ২০ মিনিট রেখে দেবেন এবং তারপর ধুয়ে ফেলবেন ।অবশ্যই এই ধনেপাতার রস লাগানোর আগে আপনার ঠোঁটকে ধুয়ে নিতে ভুল করবেন না। যদি আপনি এভাবে এক সপ্তাহ ব্যবহার করেন তাহলে আপনার ঠোঁট অনেক সুন্দর ও গোলাপি হয়ে উঠবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন