শিরোনাম

প্রচ্ছদ /   করোনা সারবে এই নতুন মেডিসিনে জানালো গবেষণা

করোনা সারবে এই নতুন মেডিসিনে জানালো গবেষণা

Avatar

শুক্রবার, এপ্রিল ১৭, ২০২০

প্রিন্ট করুন

প্রাণঘাতী করোনাভাইরাসে সারাবিশ্বে এখন পর্যন্ত ২১ লাখ ৯৭ হাজার ১৭৪ জন আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৭ হাজার ৫১২ জন মারা গেছেন। বিশ্বের ২১০টির বেশি দেশে ছড়িয়েছে এই প্রাণঘাতী ভাইরাস। এখনো করোনার ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি।

এমন পরিস্থিতিতে সুখবর দিয়েছে শিকাগো হাসপাতালের ডাক্তাররা। ইবোলার ড্রাগ রেমডেসিভির করোনায় আক্রান্ত রোগীদের ওপর প্রয়োগ করে ভালো ফল পাওয়া গেছে। সম্প্রতি শিকাগো হাসপাতালের ডাক্তাররা দাবি করেন, করোনায় আক্রান্ত ১২৫ জন রোগীর ওপরে ট্রায়াল করে দেখা হয়েছিল এই ড্রাগ। কয়েকজন সঙ্কটাপন্ন রোগীর সংক্রমণ মাত্র ছয় দিনেই অনেক কমে গেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিষয়ক সংবাদমাধ্যম স্টেট নিউজের বরাত দিয়ে এ তথ্য জানায় সিএনএন।

এ ব্যাপারে শিকাগো ইউনিভার্সিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাক্তার ক্যাথলিন মুলানে বলেন, সবচেয়ে ভাল খবরটি হলো আমাদের বেশিরভাগ রোগীরা ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, যা দুর্দান্ত। আমাদের কেবল দু’জন রোগী মারা গিয়েছেন।


তিনি আরো বলেন, কয়েকজন রোগীর ওপরে এই ড্রাগের প্রভাব কার্যকর হয়েছে। বিশেষ করে সঙ্কটাপন্ন রোগী যারা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটারি সিন্ড্রোমে ভুগছিলেন, রেমডেসিভির প্রয়োগের পরে তাদের অবস্থা অনেকটাই স্থিতিশীল। তবে আরো বেশি ক্লিনিক্যাল ট্রায়ালের পরেই রেমডেসিভিরকে সার্বিকভাবে করোনা-প্রতিরোধী বলে ছাড়পত্র দেওয়া যেতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন