শিরোনাম

প্রচ্ছদ /   মসজিদে প্রবেশে ১৪৪ ধারা জারি

মসজিদে প্রবেশে ১৪৪ ধারা জারি

Avatar

সোমবার, মার্চ ২৩, ২০২০

প্রিন্ট করুন

করোনা আতঙ্কে এরই মধ্যে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশের সরকার। ইরান ভ্রমণ শেষে প্রায় তিন শতাধিক পর্যটক দেশে ফেরার পর থেকেই আলোচিত করোনাভাইরাসের ব্যাপারে সতর্ক অবস্থানে সিন্ধ তথা করাচির সরকার। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে করাচির প্রায় সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের মসজিদে সকল ধরণের কার্যক্রম বন্ধে ১৪৪ ধারা জারি করেছে দেশটির প্রশাসন। এর আগে ভারা কাহু অঞ্চলের দুইটি মসজিদে সিলগালা করে দেয় ইসলামাবাদ প্রশাসন।

ডনের খবরে বলা হয়েছে, এক সপ্তাহের জন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং শবে মেরাজ উপলক্ষে জমায়েত বন্ধ করে দেয়া হয়েছে। সেইসঙ্গে তাবলীগ জামাতের কেউ জমায়েত হতে পারবে না। তাদের মধ্যে এক বিদেশি নাগরিকের করোনা শনাক্ত হওয়ার পর ইসলামাবাদ প্রশাসন এই সিদ্ধান্ত নিল।

ডেপুটি কমিশনার হামজা শাফকাত ওই মসজিদের আলেমের সমালোচনা করে বলেন, তাদের একজনের করোনার লক্ষণ ছিল এটা জানার পরও তারা ঘোরাঘুরি করেছে।

ডনকে শাফকাত বলেন,তাবলীগ জামাত যেসব মসজিদে থাকতো সেসব জীবাণুমুক্ত করা হয়েছে এবং সিলাগালা করে দেয়া হয়েছে। করোনায় আক্রান্ত হওয়া ঐ রোগী কিরগিস্তানের এবং তাকে হাজি ক্যাম্পে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এখন পর্যন্ত পাকিস্তানে করোনায় আক্রান্তের সংখ্যা ৮০৩ জন। মারা গেছেন ৬ জন। প্রতিনিয়ত দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। সেইসঙ্গে মৃতের সংখ্যা ১৪ হাজার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন