শিরোনাম

প্রচ্ছদ /   করোনা আক্রান্তে রেকর্ড ছাড়াল যুক্তরাষ্ট্র

করোনা আক্রান্তে রেকর্ড ছাড়াল যুক্তরাষ্ট্র

Avatar

সোমবার, এপ্রিল ১৩, ২০২০

প্রিন্ট করুন

প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে করো’না ভা’ইরাসে মৃ’;;তের সংখ্যা ২০ হ’জার ছাড়াল। দেশটিতেগত ২৪ ঘণ্টায় এ ভা’ইরাসে দেশটিতে আরও ১ হাজার ৭১৯ জনের প্রা’ণ কেড়ে নিয়েছে। ফলে এই ভা’ইরাসে যুক্তরাষ্ট্রে মৃ;;তের; সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৬৬ জনে।

এতে প্রথমবারের মতো কোনো দেশে মৃ’তের সংখ্যা ২০ হাজার ছাড়াল। আর গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ২৬ হাজার ৪৬৭ জন আক্রা’ন্ত হয়েছে। ফলে আক্রা’ন্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৯ হাজার ৩৪৩ জনে।

এদিকে, মৃ;;তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরের অব’স্থানে রয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ১৯ হাজার ৪৬৮ জন মানুষের মৃ’ত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রা’ন্ত হয়েছে ১ লাখ ৫২ হাজার ২৭১ জন।

মৃ’ত্যুর হিসেবে ইতালির পরের অব’স্থানেই রয়েছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ১৬ হাজার ৬০৬ জনের মৃ;;ত্যু হয়েছে। সবমিলিয়ে আক্রা’ন্তের সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ২৭ জন। মৃ;;ত্যুর তালিকার চার নম্বরে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ১৩ হাজার ৮৩২ জনের মৃ;;ত্যু হয়েছে। সবমিলিয়ে আক্রা’ন্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৬৫৪ জনে।

মৃ;;ত্যু তালিকায় ফ্রান্সের পরের অব’স্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ব্রিটেন। দেশটিতে এখন পর্যন্ত ৯ হাজার ৮৭৫ জনের মৃ;;ত্যু হয়েছে। দেশটিতে আক্রা’ন্তের সংখ্যা ৭৮ হাজার ৯৯১ জন।

এদিকে জার্মানিতে ১ লাখ ২৪ হাজারের বেশি মানুষ আক্রা’ন্ত হলেও দেশটিতে মাত্র ২ হাজার ৭৩৪ জনের মৃ;;ত্যু হয়েছে এদিকে, চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছ’ড়িয়ে পড়া এই ভা’ইরাসে গোটাবিশ্বে এখন পর্যন্ত ১৭ লাখ ৭৩ হাজার ৩০১ জন মানুষ আক্রা’ন্ত হয়েছে। আর প্রা;;ণ; গেছে ১ লাখ ৮ হাজার ৪৭৭ জনের।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন