ইতালির জন্য ভয়ংকর হয়ে উঠছে করোনা ভাইরাস। শনিবার (২১ মার্চ) দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। গত মাসে ভাইরাসটির সংক্রমণ শুরুর পর একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট চার হাজার ৮২৫ জনের মৃত্যু হলো।
তবে ভয়ংকর তথ্য হচ্ছে আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরা। এ পর্যন্ত ১৮ চিকিৎসক মারা গেছেন। ইতালি শীর্ষ স্বাস্থ্য বিভাগের দেয়া সর্বশেষ তথ্যানুসারে এ পর্যন্ত ৩ হাজার ৬৫৪ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। কমপক্ষে ১৮ চিকিৎসক মারা গেছেন।
এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে, একই সঙ্গে তিন লাখের কোটা পার হয়েছে মোট আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যেই ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।
সবশেষ তথ্য অনুসারে, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭ হাজার ৬২৫ জন। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার ৫০ জন। চিকিৎসার মধ্যেমে সুস্থ হয়ে উঠেছেন ৯৫ হাজার ৭৯৭ জন কোভিড-১৯ রোগী। চিকিৎসাধীন ১ লাখ ৯৮ হাজার ৭৭৮ জন। এদের মধ্যে অন্তত ৯ হাজার ৩০০ জনের অবস্থা সঙ্কটাপন্ন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন