পাকিস্তানের সাবেক কিংবদন্তী স্পিনার আবদুল কাদিল মৃত্যুবরণ করেছেন। ৬৩ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তার।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শুক্রবার (৬ সেপ্টেম্বর) হার্ট অ্যাটাক হলে কাদিরকে লাহোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। যদিও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে জয়ী হতে পারেননি একসময়ের বিশ্ব কাঁপানো এই লেগ স্পিনার। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খেলোয়াড়ি জীবনে পাকিস্তানের হয়ে ৬৭টি টেস্ট ও ১০৪টি ওয়ানডে খেলেছিলেন কাদির। ১৯৭৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়, ১৯৯০ সালে টেস্ট থেকে অবসর নেন। ১৯৮৩ সালে বিশ্বকাপ দিয়ে অভিষেক হওয়ার পর ১৯৯৩ সালে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর মাধ্যমে খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে সরে দাঁড়ান।
যদিও ক্রিকেট থেকে পুরোপুরি দূরে থাকতে পারেননি। পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব সামলেছেন নিষ্ঠার সাথে। মৃত্যুর আগ পর্যন্ত জনপ্রিয় একজন ক্রিকেট বিশ্লেষক হিসেবেও বেশ খ্যাতি ছিল তার।
অদ্ভুত বোলিং অ্যাকশনের কারণে সমাদৃত ও পরিচিত ছিলেন আব্দুল কাদির। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের প্রিয় ক্রিকেটারদের একজন তিনি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের পাশে একটি ক্রিকেট একাডেমি গড়ে তুলেছিলেন।
পৃথিবীকে বিদায় জানানোর আগ পর্যন্ত সেখানেই সময় কাটাতেন। তার দেখানো পথে হেঁটে তার গড়া একাডেমিতেই তৈরি হচ্ছেন পাকিস্তানের আগামীর অনেক ক্রিকেটার।এই স্পিন কিংবদন্তীর মৃত্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সহ বিভিন্ন ক্রিকেট সংস্থা শোক জানিয়েছে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন