নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আচমকা নিজ এলাকার হাসপাতাল পরিদর্শনে গিয়ে কোনো চিকিৎসককে উপস্থিত না পাওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় সেসব চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
বিনা অনুমতিতে হাসপাতালে অনুপস্থিত থাকা নড়াইল জেলা সদর হাসপাতালের চার চিকিৎসককে ওএসডি এবং চার চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত ২৫ এপ্রিলের এই ঘটনার পর জাতীয় দলের অধিনায়ক মাশরাফিকি নিয়ে ট্রল,গালিগালাজ শুরু করতে থাকেন চিকিৎসকরা। এবার চিকিৎসকদের এইসব মন্তব্যের প্রেক্ষিতে মাশরাফির ছোট ভাই মুরসালিন বিন মর্তুজা তার ফেসবুক প্রফাইলে একটি পোস্ট দেন যা মুহুর্তে ভাইরাল হয়ে যায়। তিনি লিখেন- ডা: মৌমিতা, একজন বিসিএস (ক্যাডার)।
মাশরাফি বিন মোওর্জার শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনার থেকে অনেক খানি কম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালেয় দর্শন বিভাগে ভর্তি হয়ে খেলাধুলার কারনে পড়ালেখা ভালো ভাবে করতে পারেন নাই।
কিন্তু তিনি একজন কর্তব্য বিমুক সরকারি হাসপাতালের ডা: কে ফোন করে, স্যার বলে ডেকে, তার কাছে ৩ দিন অনুপস্থিত থাকার কারন জানতে চেয়েছেন। যেটার অধিকার তার আছে।তিনি কথা বলা কালিন সব থেকে খারাপ ভাবে যে কথাটি বলেছেন সেটি হল “ আপনি কি ফাজলামি করেন”।
অথচ আপনি একজন বিসিএস ক্যাডার হয়ে একজন সাংসদ সদস্য কে গালি দেন “কুওার বাচ্চা” বলে। 😥😥। এই হলো আপনার পড়ালেখা করার ফল।
জনাব, আবদুর নুর তুশার স্যার,
আপনি অনেক কথা লিখেছেন যেগুলি আমার মাথার ওপর দিয়ে গেছে। তবে এতটুক বুঝেছি আপনি ডা: দের পক্ষ্য নিয়ে কথা বলছেন। নিজ পেশার ভাইদের পক্ষ্য নেওয়া উচিত । তাইবলে আপনি অন্যায় এর পক্ষ্য নিয়ে কথা বলবেন??
ম্যাচ হারার কারনে বাংলাদেশ টিম কে যখন অকথ্য ভাষায় গালি দেওয়া হয়, (এমনকি তাদের পরিবার কেও) তখন বাংলাদেশের সকল জেলার খেলোয়ারা যদি প্রতিবাদ করে! কেমন হবে?? করে না। গালিটাও মাথা নিচু করে মেনে নেয়।
অন্যায় এর পক্ষ্য নিয়েন না।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন