শিরোনাম

প্রচ্ছদ /   বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান ? এমন প্রশ্নের জবাবে যে উত্তর দিলেন মাশরাফি

বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান ? এমন প্রশ্নের জবাবে যে উত্তর দিলেন মাশরাফি

Avatar

বুধবার, আগষ্ট ১৪, ২০১৯

প্রিন্ট করুন

আবারো রাজনীতি থেকে অবসর নেয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা । তিনি বলেন, অবসর তো নিতেই হবে। অবসরের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চলে যাব এবং সেখানেই থাকব।

শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের সভাপতি দল ঢেলে সাজানোর ব্যাপারে বলেন, আমাদের কাউন্সিলের সময় ঘনিয়ে আসছে। কাউন্সিল মানেই দল নতুন করে সাজানো। ইতিমধ্যে আমরা আটটি টিম করে দিয়েছি।

অবসরে যাওয়ার ঘোষণা সম্পর্কে জানতে সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘অবসর তো একদিন নিতেই হবে।’ আর তারপর দলের প্রধান কে হবেন সে ব্যাপারে প্রধানমন্ত্রী জানান, এটা ঠিক করবে দল। দল যাকে দায়িত্ব দেবে তিনি দলের প্রধান হবেন। এখানে তার কিছু করার নেই। দলের গঠনতন্ত্র অনুযায়ীই দল চলবে।

একমাত্র সংসদ সদস্য হিসেবে মাশরাফি বিন মুর্তজা খেলছেন বিশ্বকাপ। রাজনীতির সাথে সক্রিয় একমাত্র ক্রিকেটার তিনি, যিনি এখনো বীরদর্পে দাপিয়ে বেড়াচ্ছেন মাঠ। তবে মাশরাফির ক্রিকেট ও রাজনীতির মাঝে প্রায়ই একটি যোগসূত্র খোঁজার চেষ্টা করেন গণমাধ্যমকর্মীরা। স্বভাবতই এবারো হল না এর ব্যতিক্রম!

মাশরাফির সংবাদ সম্মেলন মানেই অনেক কথার পসরা খুলে বসা। সেটি অনেক প্রসঙ্গে, অনেক শব্দে। মন খুলে প্রশ্ন করা যায় ওয়ানডে অধিনায়ককে, তিনিও দারুণভাবে দেন জবাব। গণমাধ্যম-বান্ধব মাশরাফির মুখোমুখি হয়ে সোমবার (১ জুন) এক ভিনদেশি সাংবাদিক তুলে ধরেছিলেন রাজনৈতিক প্রসঙ্গও।

সর্বশেষ জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসন থেকে বিশাল ব্যবধানে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি। সাংসদ হওয়ার পর তার দারুণ কাজকর্ম আলোড়ন ফেলেছে দেশজুড়ে, কুড়িয়ে নিয়েছেন প্রশংসা। অনেকেই মনে করছেন, বাংলাদেশের রাজনীতিতে যেমন মানুষ দরকার সেই হিসেবে মাশরাফিই আদর্শ। অনেকে তাকে দেখেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর আসনে!

তবে এখনই মাশরাফিকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে ভেবে নেওয়া বোধহয় একটু বেশিই চিন্তা করা হয়ে যায়। অন্তত এমন ইঙ্গিত খোদ মাশরাফির।

আগামী ১০-১৫ বছরে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখা যেতে পারে কি না, সংবাদ সম্মেলনে এক ভারতীয় সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মাশরাফি বললেন- ‘মোটেও না!’

অর্থাৎ, মাশরাফি ভাবনাতেই নেই প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি। তা না থাকারই কথা অবশ্য! ক্রিকেট মাঠে তিনি জ্যেষ্ঠ সদস্য হলেও রাজনীতির ময়দানে এখনো হয়ত তরুণ। যোগদানেরও বেশিদিন হয়নি। আবার প্রধানমন্ত্রী হওয়ায় তো নয় চাট্টিখানি কথা!

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন